সাকিবের সহজ ক্যাচ মিস, ঝোড়ো শুরু ইংল্যান্ডের
টি-টোয়েন্টিতে আবার নতুন শুরুর অপেক্ষায় বাংলাদেশ। বিপিএল মাতিয়ে দলে ফিরেছেন একঝাঁক ক্রিকেটার। তবে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে শুরুটা ভালো হলো না স্বাগতিকদের। টস জিতে প্রথমে বোলিংয়ে নেমে ইংলিশ ব্যাটারদের তেমন পরীক্ষা নিতে পারেনি বাংলাদেশি বোলাররা। শেষ খবর পাওয়া পর্যন্ত ৮ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে সফরকারীদের সংগ্রহ ৬১ রান।
অবশ্য ম্যাচের শুরুতেই দুই ওপেনারকেই ফেরানোর সুযোগ পেয়েছিল বাংলাদেশ। নাসুমের করা ওভারের প্রথম বলে ফিরতি ক্যাচ দিয়েছিলেন ইংলিশ ওপেনার ফিল সল্ট। একটু নিচু হয়ে হাত লাগালেও সেটি হাতে জমাতে পারেননি নাসুম নিজেই।
বিজ্ঞাপন
এরপর চতুর্থ বলে জায়গা বানিয়ে খেলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আকাশে তুলেছিলেন ইংলিশ অধিনায়ক বাটলার। মিড অনে সহজ ক্যাচটি তালুবন্দি করতে পারেননি বাংলাদেশ অধিনায়ক সাকিব। জীবন পাওয়ার সময় বাটলারের রান ছিল ১৯।
অবশ্য পরে সেই সল্টকে শিকারে পরিণত করেছেন নাসুম। এছাড়া ডেভিড মালানকে ফিরিয়ে শাপমোচন হয়েছে সাকিবেরও।
বিজ্ঞাপন
বাংলাদেশ একাদশ
রনি তালুকদার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, শামীম হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশ
একাদশ
ফিল সল্ট, জস বাটলার (অধিনায়ক), ডেভিড মালান, বেন ডাকেট, মঈন আলী, স্যাম কারেন, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, জফরা আর্চার ও মার্ক উড।
এফআই