ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের প্রথম ম্যাচে জয়ের পরও আজ এক পরিবর্তন ছিল দলে। শামীম হোসেনের জায়গায় ফেরানো হয় মেহেদী হাসান মিরাজকে। এই পরিবর্তনই হয়ে ওঠে ‘মাস্টারস্ট্রোক।’ ফেরার ম্যাচে ক্যারিয়ারসেরা বোলিংয়ের দিনে ৪ ওভারে ১২ রান দিয়ে এই অফ স্পিনার নেন ৪ উইকেট।  

বিশ্ব চ্যাম্পিয়নদের মাত্র ১১৭ রানে গুটিয়ে ফেলার বড় কৃতিত্বটা মূলত মিরাজের। বল হাতে নেতৃত্ব দেওয়ার পর ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ ২০ রান তুলে দলের ঐতিহাসিক জয়ে অবদান রেখেছেন তিনি। তাই ম্যাচসেরার পুরস্কারটাও উঠেছে তার হাতে।

টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে এখন অপরিহার্য নাম মেহেদী হাসান মিরাজ। এবার তার পারফরম্যান্সে ইঙ্গিত, টি-টোয়েন্টি দলেও তাকে বিবেচনা করতে হবে গুরুত্ব দিয়ে।

এদিকে, ম্যাচসেরা হয়ে মিরাজ এক প্রতিক্রিয়ায় বলেন, আমি দারুণ খুশি। অনেক দিন পর টি-টোয়েন্টি খেলতে নেমে কিছুটা দ্বিধান্বিত ছিলাম, তবে সবাই সমর্থন দিয়ে গেছে। উইকেট অনুকূলে থাকায় নিজের কাজটা করতে পেরেছি। 

এফআই