ছবি: সংগৃহীত

৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি এবং ১ টেস্ট ম্যাচ খেলতে আজ রোববার বাংলাদেশে এসে পৌঁছেছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। খেলা মাঠে গড়াবে ১৮ মার্চ থেকে। এদিকে ৩১ মার্চ থেকে মাঠে গড়াবে আইপিএলের এবারের আসর। যেখানে বাংলাদেশ থেকে সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান, লিটস দাস এবং মুস্তাফিজুর রহমান।

আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ এপ্রিল থেকে টেস্ট ম্যাচ শুরু হয়ে শেষ হবে ৮ এপ্রিল। যে কারণে এর আগে আইপিএলে যোগ দিতে পারছেন না সাকিবরা। তবে টেস্ট না খেলে সাকিব আল হাসান আগেই আইপিএলে যাবেন কি না এমন প্রশ্নের উত্তর দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানিয়েছেন এখনও এনওসি(অনাপত্তিপত্র) চায়নি এই অলরাউন্ডার। যদিও সাকিবের পুরো সিরিজ খেলা নিয়ে আছে ধোঁয়াশা। 

পাপন বলছিলেন, 'এখনও অনেক দেরি। এগুলো নিয়ে কোনো কথা হলে তারপর বলবো। আগে কথাটা হোক, আসুক, শুনি তারপর না একটা সিদ্ধান্ত নিয়ে কথা বলা যাবে। এখন এগুলো নিয়ে আমি কথা শুনতেই রাজি না। এটাই আমি ওদেরকে বলেছি। সাকিব এখনও কাউকে বলেনি কোনোটাতে অ্যাভেইলএবল না। আমি তো জানি অবশ্যই খেলবে। এনওসি যদি চায় তখন বলতে পারবো। আমি জোর করে চাওয়াবো? আপনারা যা বলছেন আমার তো মনে হয় এখন জোর করে তার কাছে থেকে আবেদন নিতে হবে এনওসির জন্য।'

পাপন যোগ করেন, ‘আমাদের এমন কোন পরিকল্পনা নেই (আইপিএলে খেলার অনুমতি দেয়ার)। জাতীয় দলের খেলা বাদ দিয়ে অন্য কোন খেলায় অংশগ্রহণে অনুমতি দেয়ার পরিকল্পনা আমাদের নেই। এটা আমরা ওদের জানিয়েও দিয়েছি।’

এসএইচ/ এইচজেএস