ইংল্যান্ডের বিপক্ষে অবশেষে বহুল কাঙ্ক্ষিত সিরিজ জিতল বাংলাদেশ দল। রোববার মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ৪ উইকেটের ব্যবধানে পরাজিত করেছে সাকিব বাহিনী। সব ফরম্যাটের ক্রিকেট মিলিয়ে ইংল্যান্ডের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম সিরিজ জয়। ইতিহাস গড়ার দিনে ম্যাচসেরা মেহেদী হাসান মিরাজও শোনালেন তৃপ্তির কথা।  

ইংল্যান্ডকে হারানোর দিনে মিরাজ সংগ্রহ করেছেন ৪ উইকেট। ম্যাচসেরা হয়ে সংবাদ সম্মেলনে এসে বড় দলকে হারানো নিয়ে মিরাজ বলেন, ‘আপনি যেটা বললেন, সব দলের সঙ্গে জিতেছি, অস্ট্রেলিয়াকে হারিয়েছি, নিউজিল্যান্ডকে হারিয়েছি। প্রতিটা দলের সঙ্গে আমরা সিরিজ জিতেছি, শুধু একটা মাত্র দল ছিল যাদের আমরা রিচ করতে পারিনি, সিরিজ জিততে পারিনি; সেটা হলো ইংল্যান্ড। আজকে টি-টোয়েন্টি আমরা জিতেছি, খুবই ভালো লেগেছে। এখন আমরা বলতে পারব সব দলকে হারিয়েছি ও সিরিজ জিতেছি সব দলের সঙ্গে।

বাংলাদেশের সামনে এবার হাতছানি ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার। মিরাজ বলেন, ‘অবশ্যই আমরা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করবো। আপনি দেখেন আমরা কিন্তু অবশ্যই জেতার জন্য নামি। কিন্তু জেতার আগে কিছু প্রক্রিয়া আছে, সেটা অনুসরণ করতে হয় আমাদের। আমরা যদি প্রক্রিয়া থেকে বেরিয়ে যাই তাহলে কখনো জিততে পারব না। আমরা যেভাবে চলছি, রুটিন আছে; আমরা ওইভাবেই চেষ্টা করবো।'

মিরাজ যোগ করেন, ‘তারপর খেলা শেষে রেজাল্ট নিয়ে চিন্তা করব। আমরা কখনো আগে থেকে ফলাফল নিয়ে চিন্তা করি না। আমরা চিন্তা করি কীভাবে আমরা খেলব, কীভাবে প্ল্যানিং করবো, কীভাবে ভালো ক্রিকেট খেলা যায়। রেজাল্ট আসবে দিনশেষে।'

এসএইচ/এফআই