ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে আর্জেন্টিনা টানা দুই ম্যাচে হেরেছে। আজ স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে হেরেছে মেসির দেশের কাবাডি দল।

৭২-২৩ পয়েন্টের ব্যবধানে হেরে আর্জেন্টিনার অধিনায়ক রাফায়েল ডি জিউস আকেভেদো করোলেন বলেন, ‘কোন সন্দেহ নেই বাংলাদেশ অনেক শক্তিশালী দল। সে তুলনায় আমরা অনেক পিছিয়ে। ফলে আজকের ম্যাচে বড় ব্যবধানেই হেরেছি। যোগ্য দল হিসেবেই বাংলাদেশ জিতেছে। তাদের কাতারে আসতে হলে আমরাদের আরও অনেক বেশি অভিজ্ঞতা অর্জন করতে হবে। তবে বাংলাদেশে আসতে পেরে এবং খেলতে পেরে আমরা অনেক আনন্দিত। ' 

অধিনায়ক কাবাডির পাশাপাশি তায়কোয়ান্দো খেলেন। বাংলাদেশে মেসির দলের অনেক সমর্থক জানা রয়েছে তার, 'বাংলাদেশের প্রচুর সমর্থক আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলকে সমর্থন করে। আমরা জানি বিশ্বকাপের সময় এদেশে প্রচুর আর্জেন্টিনার পতাকা উড়ে। বিষয়টা আমাদের মুগ্ধ করেছে। আশাকরি ফুটবলেও বাংলাদেশ অনেকদূর এগিয়ে যাবে।' 

বাংলাদেশ কোচ সাজুরাম গয়াত বলেন, ‘নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলেছে বাংলাদেশ। আর্জেন্টিনার দু-একজন ভালো খেলেছে। তবে আমাদের পরের ম্যাচের প্রতিপক্ষ নেপাল ভালো দল। কাজেই আমাদের সেভাবেই খেলতে হবে।’

আর্জেন্টিনা কোচ রিকার্দো আলবার্তো আকুনা বলেন, ‘আগেই বলেছিলাম আর্জেন্টিনা দল অনভিজ্ঞ। তাই আমার ছেলেরা তাদের যথাসাধ্য অনুযায়ী খেলেছে। আমাদের লক্ষ্য অন্তত একটি ম্যাচে জয়। সেই লক্ষ্যেই আমরা পরের ম্যাচে খেলবো।’

এজেড/এইচজেএস