আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিতের লক্ষ্যে টস হেরে ব্যাটিং করছে বাংলাদেশ। সোমবার (২০ মার্চ) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সতর্ক শুরুর পর তামিম ইকবাল দ্রুত ফিরলেও অর্ধশতক তুলে নিয়েছেন আরেক ওপেনার লিটন দাস। তার ফিফটির পর অবশ্য দলীয় রানও একশ পার করেছে টাইগাররা।
সাম্প্রতিক সময়ে কিছুটা ছন্দহীন লিটন। সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ব্যাট হাতে তেমন জ্বলে উঠতে পারেননি। আইরিশদের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও হাসেনি তার ব্যাট। তবে দ্বিতীয় ওয়ানডেতে আশা দেখাচ্ছেন টাইগার এই উইকেটকিপার ব্যাটার। 
প্রথমে ব্যাট হাতে কিছুটা ধীরগতিতে শুরু করেন লিটন। তবে সময়ের ব্যবধানে লিটন হয়ে ওঠেন ভয়ঙ্কর। এরপরই তিনি অর্ধশতক তুলে নেন, যা ওয়ানডেতে তার ৮ম ফিফটি। অন্যপ্রান্তে লিটনকে বেশ ভালো সঙ্গ দিচ্ছেন তিনে নামা নাজমুল হোসেন শান্ত। এখন পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ২১ ওভার শেষে ১ উইকেটে ১১৪ রান। শান্ত ৩২ রানে অপরাজিত এবং লিটন ব্যাট করছেন ৫৬ রানে।
এর আগে দিনের শুরুতে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ দল। তবে শুরুতে ব্যাট হাতে বেশ সংগ্রাম করতে দেখা যায় টাইগার দুই ওপেনারকে। পরবর্তীতে অবশ্য খোলস ছেড়ে বের হন লিটন-তামিম। তবে ব্যক্তিগত ২৩ রানে থাকা অবস্থায় ফিরে যান তামিম। রান আউটের ফাঁদে পড়ে বিদায় নেওয়ার আগে অবশ্য তামিম পৌঁছে গেছেন ১৫ হাজারি রানের ক্লাবে।
এসএইচ/এএইচএস