আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টকে স্বীকৃতি দিয়েছে। এই টুর্নামেন্টে এশিয়ার দুই শীর্ষ দল পরবর্তী বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। বঙ্গবন্ধু কাপ কাবাডির ফাইনালে ওঠার মধ্য দিয়ে বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। 

হ্যাটট্রিক ফাইনাল ও বিশ্বকাপ নিশ্চিত করে অধিনায়ক তুহিন তরফদার বলেন, ‘আল্লাহর দরবারে শোকরিয়া আমরা ফাইনালে ওঠার মধ্য দিয়ে বিশ্বকাপে কোয়ালিফাই করেছি। খুব ভালো লাগছে। বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি। কাবাডি বিশ্বকাপে আমাদের দল থাকবে না- এটা বেমানান হয়ে যায়। এটি অর্জন করতে পেরে আমরা খুশি।’

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির গেল দুই আসরের ট্রফি জিতেছে লাল-সবুজরা। এবারও ট্রফিতে চোখ স্বাগতিক দলপতি তুহিন তরফদারের, ‘আগের দুটো বঙ্গবন্ধু কাপ আমরা ঘরে তুলেছি। এগিয়ে গিয়েছি তৃতীয় শিরোপা ছিনিয়ে আনার পথেও। বাংলাদেশের যে যেখান থেকে আমাদের খেলা দেখছেন সবাই দোয়া করবেন; যেন আমরা তৃতীয় আসরেও চ্যাম্পিয়ন হতে পারি এবং ট্রফিটা বঙ্গবন্ধুর নামে উৎসর্গ করতে পারি।’

আন্তর্জাতিক কাবাডিতে গ্রুপপর্ব থেকে সেমিফাইনাল পর্যন্ত ৬টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার সবকটি ম্যাচই তারা জিতে নিয়েছে। এর মধ্যে ৩ ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন অধিনায়ক তুহিন তরফদার। নিজের পারফরম্যান্সে সন্তুষ্টির কথা জানিয়েছেন তুহিন। একইসঙ্গে দলের সদস্যদেরও প্রশংসায় ভাসিয়েছেন। যেভাবে দল এগিয়ে চলছে এবং খেলোয়াড়দের এমন পারফরম্যান্স ফাইনালেও অব্যাহত থাকবে জানান তুহিন।

দলের দুই তরুণ এবং গুরুত্বপূর্ণ খেলোয়াড় রাসেল ও রোমান ইনজুরিতে। ইংল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচে ইনজুরিতে পড়েন তারা। পুরো সুস্থ না হয়েও আজ সেমিফাইনালে দুজনই থাইদের বিপক্ষে খেলেছেন। ইনজুরি আক্রান্ত খেলোয়াড় এবং তাদের দুর্বল পারফরম্যান্সের কারণে আজকে শেষচারের ম্যাচে শুরুতে কিছুটা ঝামেলায় পড়তে হয়েছিল দলকে। এটা অবশ্য অস্বীকার করেননি অধিনায়ক, ‘তারা একটু দুর্বল পারফরম্যান্স করেছেন। পরিকল্পনা বাস্তবায়নে তাই একটু সময় লেগেছে আজ। তাছাড়া থাইল্যান্ড ভালো দল। তাদের বিরুদ্ধে গুছিয়ে নিতে একটু সময় লেগেছে।’

ফাইনাল ম্যাচেও রাসেল-রোমানকে দলে রেখেই পরিকল্পনা সাজাবেন বলে মন্তব্য তুহিনের।

এজেড/এএইচএস