ছবি: সংগৃহীত

চলতি বছরের শুরুটা সিরিজ হার দিয়ে হলেও, ঘুরে দাঁড়াতে খুব বেশি সময় নেয়নি বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারলেও টি-টোয়েন্টি সিরিজে বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করেছিল সাকিব আল হাসানের দল। সবশেষ এবার আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও আধিপত্য বিস্তার করে খেলেছে তারা। এই সিরিজে বাংলাদেশ দল প্রথম দুই ম্যাচেই পার করেছিল তিনশ রান। যদিও দলকে কখনো বড় রান করার জন্য চাপ দেন না অধিনায়ক তামিম ইকবাল।

বৃহস্পতিবার আয়ারল্যান্ডকে সিরিজ হারানোর পর সংবাদ সম্মেলনে এসেছিলেন অধিনায়ক তামিম। সেখানে তিনি বলেন, ‘দলের প্রতি আমার বার্তাটা খুবই সাধারণ। আপনি যদি খেয়াল করেন, দুইবার টসে জিজ্ঞেস করা হয়েছে কত রান করতে চাইছেন, আমি এমন একজন যে লক্ষ্য ঠিক করে দেই না। আমি কখনো আমার দলকে গিয়ে বলি না যে আমরা ৩৫০ করতে হবে। আমি যা বলি, তা হলো আমাদের প্রসেসটা অনুসরণ করতে হবে। ’ 

তামিম যোগ করেন, ‘যদি তা করে ২৬০-২৭০ রান করতে পারি, তাও ভালো। সেটা অনুসরণ করে যদি ৩৫০ করি, তাহলেও খুশি। ৩৫০ করবো, কেউ এসে বলে দিলেই হবে না। আপনাকে প্রসেসটা ফলো করতে হবে। শেষ ম্যাচের কথাই বলি, আমরা ৩৫০ করেছি, এখন কাউকে বললে বুঝবে না যে শুরুর দশ ওভারে ব্যাট করাটা কতটা কঠিন ছিল। শুরুর দশ ওভারে (৯ ওভার) কোনো উইকেট হারাইনি, এটা ৩৫০ করার বড় একটা অংশ ছিল। তো প্রসেসটা ফলো করতে হবে। সব বক্স টিক করতে পারলে আমরা বড় রান করতে পারব। ’ 

অধিনায়ক তামিমের মতে, ‘পারফেক্ট’ এক সিরিজ কাটিয়েছে টাইগাররা। ‘পারফেক্ট সিরিজই বলতে পারি। যদি ঘাটতি জোর করে বের করতে হয়, তাহলে বলবো দ্বিতীয় ম্যাচটা বৃষ্টিতে ভেসে না গেলে ভালো হতো। এছাড়া আমাদের নিয়ন্ত্রণে যা যা ছিল, আমরা তার সবই করেছি। আপনারা আজও উইকেটটা দেখেছেন, প্রথমে ব্যাট করা আসলেই সহজ না। বিশেষ করে প্রথম ১৫-২০ ওভার। কিন্তু আমরা প্রথম দুই ম্যাচে সে চ্যালেঞ্জটা নিয়েছি, বড় রান করেছি। তো দিনশেষে আমরা খুবই সন্তুষ্ট যে আমরা প্রায় সব বক্সেই টিক দিয়েছি।' 

এসএইচ/এইচজেএস