লড়াইয়ের আগে তামিমের সৌহার্দের বার্তা
সিরিজ শুরুর আগে শিরোপা হাতে দুই অধিনায়ক/ছবি: বিসিবি
দলের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন না থাকায় বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেবেন নিউজিল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান টম লাথাম। আগামীকাল শনিবার টাইগারদের বিপক্ষে মাঠে নেমে দারুণ মাইলফলক স্পর্শ করবেন তিনি। ঢুকে পড়বেন ১০০টি ওয়ানডে ম্যাচ খেলা ক্রিকেটারের তালিকায়। এজন্য ডানেডিনে দুই দলের লড়াইয়ের আগে কিউই দলপতিকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল।
ম্যাচ শুরুর আগের দিন আজ শুক্রবার স্থানীয় গমাধ্যমের মুখোমুখি হয়ে তামিম সৌহার্দের বার্তা ছড়িয়ে বলেন, ‘আমি মনে করি এটি দুর্দান্ত অর্জন। আগামীকাল (শনিবার) তার ১০০তম ওয়ানডের দিনে আমি তাকে অভিনন্দন জানাতে চাই। তার সঙ্গে বেশ কয়েকটি ম্যাচ খেলার স্মৃতি আছে আমরা। আমি বিশ্বাস করি সে আসন্ন আয়ারল্যান্ড সিরিজেও নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবে। এটা তার গর্বের ব্যাপার। আমি তাকে শুভকামনা জানাই, তবে খুব বেশি না (বাংলাদেশের বিপক্ষে)।’
বিজ্ঞাপন
২০১২ সালের ফেব্রুয়ারিতে ডানেডিনেই নিউজিল্যান্ড জাতীয় দলের ক্যাপ মাথায় তোলেন লাথাম। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় তার। যে মাঠে অভিষেক ম্যাচটি খেলেছিলেন, সেই ইউনিভার্সিটি ওভালেই ক্যারিয়ারের ১০০তম ওয়ানডে ম্যাচটি খেলতে নামবেন তিনি। সঙ্গে অধিনায়কের দায়িত্ব থাকবে তার কাঁধে।
১০০তম ওয়ানডের আগে উচ্ছ্বসিত লাথাম বলেন, ‘আমার মনে আছে আমার ক্যারিয়ারের প্রথম একদিনের ম্যাচটি আমি এখানে খেলেছি। এটা দুর্দান্ত ব্যাপার যে প্রথম ও শততম ওয়ানডে একই ভেন্যুতে (ডানেডিন) খেলা। আমার পরিবার ও বন্ধুরা সেদিনও এখানে ছিল এ সপ্তাহেও আছে। আমরা জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছি এবং জয় পেয়েছিলাম।’
বিজ্ঞাপন
লাথাম আরও যোগ করেন, ‘এটি খুবই রোমাঞ্চকর। দেশের হয়ে যেখানে একটি ম্যাচ প্রতিনিধিত্ব করা দুর্দান্ত ব্যাপার, সেখানে একশোটি ওয়ানডে এবং সঙ্গে অধিনায়কত্ব, বেশ উপভোগ্য। নিউজিল্যান্ডের হয়ে আমি প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি এবং নেতৃত্ব দিতে পেরে অবশ্যই গর্বিত।’
টিআইএস/এটি/এনইউ