সাকিব আল হাসান, লিটন দাসদের চলমান আইপিএল খেলা নিয়ে জটিলতা এখনো কাটেনি। বিসিবির চাওয়া দেশের খেলা শেষ করেই আইপিএলে যোগ দিতে পারবেন ক্রিকেটাররা। তবে সাকিবরা চাচ্ছেন আইরিশদের বিপক্ষে টেস্ট না খেলেই আইপিএল যেতে।

গতকাল মাশরাফি বিন মোর্তুজা জানিয়েছিলেন সাকিবদের আইপিএলে যাওয়া নিয়ে নিজের মতামত। বলেছিলেন,  'একটা টেস্ট ম্যাচের পর হয়তোবা যেতে পারবে। তারপরেও আমার কাছে মনে হয় টেস্ট ম্যাচ যদি ম্যানেজেবল হয় কাউকে দিয়ে। গেলে তো সমস্যা নেই। পৃথিবীর অন্যান্য দেশ তো কোনো খেলোয়াড়কে আটকাচ্ছে না। আমাদের শুধু শুধু আবেগী হয়ে তো লাভ নেই। আমরা তো অনেক খেলোয়াড়কে পরিবর্তন করে খেলাচ্ছি, খেলাচ্ছি না তা তো না। শুধু ওদের ক্ষেত্রেই ভালো জায়গায় যখন সুযোগ পায় তখন বার বার আটকানো ঠিক না।'

একদিন পর আজ (মঙ্গলবার) বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনও একই সুরে কথা বললেন। তার মতে, আয়ারল্যান্ডের বিপক্ষে ফেবারিট বাংলাদেশ। সেক্ষেত্রে সাকিব-লিটনরা যদি নাও থাকে খুব বড় ক্ষতি হবে না বলে মনে করেন সুজন। তবে দেশের খেলা আগে সেটাও মনে করিয়ে দিলেন সাবেক এই টাইগার অধিনাযক। মঙ্গলবার গণমাধ্যমে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন: কলকাতায় খেলবেন তাসকিন!

সুজন বলেন, 'এটা সম্পূর্ণ বোর্ডের ইস্যু। বোর্ড এটা নিয়ে একটা চিন্তা করেছে। ওদের সঙ্গে কীভাবে কথা হয়েছে তা আমি জানি না। যেহেতু আয়ারল্যান্ডের সঙ্গে টেস্ট ম্যাচ, আমি মনে করি আমরা যথেষ্ট শক্তিশালী দল। টেস্ট ম্যাচে আমরা যে দলই খেলাই না কেন আমরা ওদের সঙ্গে ভালো করব। আমি ওদের (আয়ারল্যান্ড) ছোট করছি না। তবে এই কন্ডিশনে বা ওদের খেলোয়াড়দের দেখে আমার মনে হচ্ছে আমরা যথেষ্ট শক্তিশালী। সেক্ষেত্রে সাকিব-মুস্তাফিজ বা লিটন যদি নাও থাকে খুব যে বড় ক্ষতি হবে তা না। তারা অবশ্যই বাংলাদেশের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। দেশ সবার আগে, এটা সত্যি কথা। আমরা সবাই বলি দেশ সবার আগে।'

আরও পড়ুন: আবেগী হয়ে লাভ নেই, সাকিবদের আইপিএল ইস্যুতে মাশরাফি

সুজন যোগ করেন, 'যদি আমরা মনে করি আমাদের সেই সাহস বা আত্মবিশ্বাসটা থাকে, তাহলে হয়তো ওদের ছাড়লেও ছাড়তে পারে। সেটা অন্য জিনিস। অবশ্যই বিসিবি একটা অবস্থান নেবে। আমি বোর্ড পরিচালক হয়ে বিসিবির বিপক্ষে কখনোই বলতে পারব না। বিসিবির ওদের নিয়ে পরিকল্পনা আছে অবশ্যই। টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা আছে। আমি এই মুহূর্তে টিম ম্যানেজমেন্টেও নেই। তারা জানে এই অবস্থায় কী করতে হবে। দেখেন দেশ একটা দলের সঙ্গে হারতে পারে, এই অবস্থায় কাউকে আইপিএল খেলতে যাওয়ার পক্ষে আমি নই। এটা সম্ভব না আসলে। দলটা যদি ইংল্যান্ড হতো তাহলে এতো প্রশ্নই উঠত না, দুর্বল দল আয়ারল্যান্ড বলেই সবাই এতো কথা বলছে।'

এসএইচ/এফআই