টসের পরপরই ঝুম বৃষ্টির শুরু। ত্রিশ মিনিটের বৃষ্টির পর চট্টগ্রামের আকাশে রোদের ঝলকানি। সরানো হয় উইকেট ও এর আশেপাশের কভারও। বিসিবির পক্ষ থেকে জানানো হয়, মাঠ পরিচর্যার পর ৩টা ১৫ মিনিটে ম্যাচ শুরু হবে। প্রায় সোয়া এক ঘণ্টা বিলম্বিত হওয়া ম্যাচটিতে ১৯ ওভার করে খেলবে দুই দল। 

তবে ক্রিকেটাররা যখন মাঠে নামার জন্য প্রস্তুত হচ্ছিলেন, আবারো নামল বৃষ্টি। এ যেন লুকোচুরি খেলা চলছে। তবে জোর খুব বেশি নেই। প্রথম ম্যাচের দিনের মতোই গুড়িগুড়ি ঝরছে। তড়িঘড়ি করে কভার দিয়ে উইকেট ও এর আশপাশ ঢেকে দিয়েছেন মাঠকর্মীরা। 

শঙ্কার বিষয় হচ্ছে, চট্টগ্রামের আকাশের অবস্থা খুব একটা ভালো নয়। বৃষ্টি না থামলে নিশ্চিতভাবেই আরও ওভার কাটা যাবে।

বুধবার (২৯ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে জিতে এগিয়ে রয়েছে স্বাগতিকরা। আজ জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে সাকিব আল হাসানদের। 

অন্যদিকে, বাংলাদেশ সফরে এসে এখনো পর্যন্ত হাতে গোনা কয়েকটি ওভার ছাড়া আয়ারল্যান্ডকে লড়াইয়ের ঝাঁজ দেখাতে দেখা যায়নি। প্রথম টি-টোয়েন্টিতে রান তাড়ায় ২ ওভারে ৩২। এই সময়টা বাদ দিলে গোটা ম্যাচে দলটির মধ্যে কোন তেজ ছিল না। তবে দেরিতে হলেও জ্বলে উঠার আশা ছাড়ছে না তারা।

এফআই