হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে আইপিএল অভিষেক আসরেই শিরোপা জিতেছিল গুজরাট টাইটান্স। এবারো শুরু থেকেই দাপট দেখাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। এরই মধ্যে দুই ম্যাচ খেলে দুটিতেই জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে আজ মাঠে নামতেই দেখা গেল বদলে গেছে অধিনায়ক। হার্দিক পান্ডিয়ার জায়গায় নেতৃত্ব পেয়েছেন আফগান তারকা লেগ স্পিনার রশিদ খান। 

রোববার (৯ এপ্রিল) কলকাতার বিপক্ষে টস করতে নামেন রশিদ খান। তখনই বোঝা গিয়েছিল হার্দিক দলে নেই। আর তাই গুঞ্জন ওঠে কি হয়েছে তার? রশিদ জানান, ‘হার্দিক একটু অসুস্থ। তাই এই ম্যাচে ও খেলছে না। খুব একটা ভয়ের কিছু নেই। ওকে নিয়ে ঝুঁকি নিতে চাইছি না। অনেক বড় প্রতিযোগিতা। আশা করছি পরের ম্যাচেই ওকে পাব আমরা।’

অবশ্য হার্দিক যে খেলবেন না তা আগে থেকে জানায়নি গুজরাট। একেবারে টসের সময় বোঝা যায়, নিয়মিত অধিনায়ক ছাড়াই কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলতে নামছে গুজরাট।

গুজরাট টাইটান্স একাদশ

রশিদ খান (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা, শুভমান গিল, সাই সুদর্শন, বিজয় শঙ্কর, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, অভিনব মনোহর, মোহাম্মদ শামি, আলজারি জোসেফ এবং ইয়াশ দয়াল। 

কলকাতা নাইট রাইডার্স একাদশ

নীতিশ রানা (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, নারায়ন জগদীশান, রিংকু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, শুয়াস শর্মা, লোকি ফার্গুসন, উমেশ যাদব এবং বরুন চক্রবর্তী। 

এফআই