ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে শেষে হঠাৎ করেই স্কোয়াড থেকে আলাদা হয়ে যেতে দেখা যায় আফিফ হোসেনকে। পরবর্তীতে আর টি-টোয়েন্টি সিরিজেও দেখা যায়নি বাঁ-হাতি এই ব্যাটারকে। এমনকি আগামী মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে হতে যাওয়া ওয়ানডে সিরিজেও বাংলাদেশ দলে নেই আফিফ। জাতীয় দল থেকে অনেকটা নিরবেই বাদ পড়লেও ঘরোয়া ক্রিকেটে ঠিকই ধারবাহিকভাবে রান পাচ্ছেন এই ব্যাটার। 

চলমান ডিপিএলে আবাহনীর হয়ে খেলছেন আফিফ। এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ফিফটি হাঁকিয়েছেন তিনটি। সর্বোচ্চ অপরাজিত ৮০। জাতীয় দল থেকে ছিটকে পড়ার পরও ঘরোয়া ক্রিকেটে আফিফের এমন পারফরম্যান্সে খুশি বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমন।

তিনি বলেন, 'হ্যাঁ, ওকে যে কাজটা দেওয়া হয়েছে সে সেটা করছে। দেখা যাক সামনে কি হয়। যে প্রত্যাশা ছিল সেটা মোটামুটি পূরণ করছে। একজন খেলোয়াড় যখন দলের বাইরে যায় তখন তার কাছে প্রত্যাশা থাকে সে যেন ঘরোয়া ক্রিকেটে যথেষ্ট রান করে। যখন তাকে নিয়ে আসা হবে (জাতীয় দলে) তখন যেন আত্মবিশ্বাস নিয়ে ফিরে আসতে পারে। আমাদের সামনে অনেক খেলা আছে। দলের বাইরে যেসব খেলোয়াড় আছেন তাদের এই ফর্মটা খুব দরকার হবে।' 

জাতীয় দলে যখন আফিফ ফিরবে তখন তার ব্যাটিং অর্ডার কি হবে, জবাবে বাশার জানালেন, 'সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল রান করছে। জাতীয় দলে যখন আসবে তখন জাতীয় দলের যে ব্যাটিং প্ল্যানটা কিংবা কারা ব্যাটিং করছে সে জায়গাটা দেখতে হবে। যারা জাতীয় দলে রান করছে তাদের জায়গা তো নিতে পারবেন না। দলে থাকলে দলের কম্বিনেশন অনুযায়ী অনেক কিছু পরিবর্তন হয়।'

'আফিফ যে ধরনের ব্যাটসম্যান যদি উপরের দিকে সুযোগ পায়, টপ অর্ডারে সবসময় বড় রান করে আসছে। আমি মনে করি সামনে ওর অনেক লম্বা সময় পড়ে আছে। আমার বিশ্বাস ভবিষ্যতে সে বাংলাদেশের জন্য অনেক ভালো কিছু করবে।'-তিনি আরও যোগ করেন। 

এসএইচ/এইচজেএস