রমজান মাসে ইফতার ও সেহরি নিয়ে চিন্তার অন্ত নেই ব্যাচেলারদের। বিশেষত যারা পড়ালেখা কিংবা চাকরির সুবাদে পরিবারের চেয়ে দূরের কোন শহরে থাকেন। তেমনি এক যুবকের গল্প নিয়ে শুরু হয় শর্টফিল্মটি। টিউশন করে নিজের ব্যয় বহন করা সেই যুবক পথশিশুদের দেখে তাদের সঙ্গে ইফতারের ইচ্ছা জাগে। এভাবে ভারী হতে থাকে সেই দল। তবে একসময় তাদের জন্য খরচ বহন করাও যখন তার জন্য দুঃসাধ্য হয়ে ওঠে, তখন চিত্রপটে এসে হাজির হন সাকিব আল হাসান। 

একটি মোবাইল কোম্পানির জন্য বানানো সেই শর্টফিল্ম আজ (১৩ এপ্রিল) মুক্তি পেয়েছে। ‘অমলিন থাকুক প্রতিটি হাসি’ নামের এই বিজ্ঞাপনী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সাকিব অভিনীত প্রথম কোনো কন্টেন্ট।

আরও পড়ুন : ‘সাকিবের সঙ্গে কথা বলতে বিশেষ কারণ লাগে না’

ক্রিকেট মাঠ, বিজ্ঞাপনের শুটিং কিংবা কোনো শো-রুম উদ্বোধন সব জায়গায় সমান ব্যস্ততা সাকিবের। কিছুদিন আগেও তার কাছে জানতে চাওয়া হয়েছিল, এতকিছু একসঙ্গে কিভাবে সামলান। জবাবে সাকিব জানিয়েছিলেন, ‌‘যে পারে সে সবই পারে’। তিনি শুধু মুখেই বলেন না, আরও একবার তার প্রমাণ দিলেন তারকা এই অলরাউন্ডার। 

শর্টফিল্মের একটি দৃশ্য

গত মাসে আয়ারল্যান্ড সিরিজ চলাকালেই ম্যাচের বিরতিতে চট্টগ্রামের সিআরবিতে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির শুটিংয়ে অংশ নেন সাকিব। যা আজ মুক্তি পেয়েছে। মূলত এটি একটি মোবাইল কোম্পানির জন্য তৈরীকৃত স্বল্পদৈর্ঘ্য চলচিত্র। মুক্তির আগেরদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবরটি ভক্তদের সঙ্গে ভাগাভগি করেছিলেন সাকিব।

স্বল্পদৈর্ঘ্য ওই চলচ্চিত্রে একটি উক্তি ছিল- ‘যে অন্যদের পাশে দাঁড়ায়, আল্লাহও তার পাশে দাঁড়ান।’ সেই উক্তির সঙ্গে মিল রেখে সাকিব ওই যুবকের উদ্যোগ ছড়িয়ে দেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপর তাদের খরচ যোগাতে মোবাইল বিক্রি করা যুবকের পাশে দাঁড়ায় শহরের অসংখ্য মানুষ। মোবাইল উপহার দেন সাকিবও। ধর্মীয় রীতির সঙ্গে মিল রেখে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া হয়েছে সেই শর্টফিল্মে। এতে অভিনয় করেছে প্রান্তর দস্তিদারসহ আরও বেশ কয়েকজন গুণী অভিনেতা।

এসএইচ/এএইচএস