ছবি: সংগৃহীত

চলতি মাসের তৃতীয় সপ্তাহে সিঙ্গাপুর যাচ্ছে অ-১৭ নারী দল। আজ এ নিয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছিল নারী দলের অন্যতম পৃষ্ঠপোষক ঢাকা ব্যাংক। স্বাভাবিকভাবেই সাবিনাদের মিয়ানমার সফর বাতিলে বিষয়টি আজকের আলোচনায় এসেছিল।

সংবাদ সম্মেলনের শেষ অংশে মিয়ানমার সফর নিয়ে ঢাকা ব্যাংকের ডিএমডি শেখ আব্দুল বাকিকে প্রশ্ন করা হয়েছিল। বাফুফের পক্ষ থেকে বলা হয়েছিল, স্পন্সরদের সঙ্গে আলোচনা করে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। ঢাকা ব্যাংককে এই বিষয়ে অবিহত করা হয়েছিল কিনা এমন প্রশ্ন করা হলে ডিএমডি শেখ আব্দুল বাকি বলেন,‘ আমাদেরকে এই বিষয়টি জানানো হয়নি। আমাদের জানালে বিবেচনা করে দেখতাম।'

সংবাদ সম্মেলন শেষে ঢাকা ব্যাংকের কর্মকর্তাকে সাংবাদিকদের মুখোমুখি হতে হয় আরেক দফা। সম্প্রতি বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ দুই বছরের জন্য নিষেধাজ্ঞায় পড়েছেন আর্থিক বিষয়াদির জন্য।

স্পন্সর প্রতিষ্ঠান হিসেবে বাফুফের আর্থিক স্বচ্ছতার বিষয়ে তারা শঙ্কিত কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'বাফুফের সঙ্গে আমাদের ( ঢাকা ব্যাংক) সম্পর্ক চলমান। এটি একটি প্রক্রিয়ার মধ্যে রয়েছি। আমরা নারী ফুটবলের সঙ্গে রয়েছি। বাংলাদেশ নারী ফুটবল দলের গর্বিত স্পন্সর আমরা।'

বাংলাদেশ নারী ফুটবল দলকে বাৎসরিক কত অর্থ দেয় ঢাকা ব্যাংক এই বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, 'এটি আমাদের দুই পক্ষের আভ্যন্তরীণ বিষয়।'

এজেড/এইচজেএস