ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়াচ্ছে বিগ ব্যাশ
ছবি: সংগৃহীত
সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয়তা। আর একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এর বাজারও। সর্বশেষ বছরও যোগ হয়েছে দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি লিগ। সবমিলিয়ে ক্রিকেটের এই জনপ্রিয়তার বাজারে টিকে থাকতে নতুন এক সিদ্ধান্ত নিয়েছে বিগ ব্যাশ লিগ (বিবিএল) কতৃপক্ষ।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মতো জনপ্রিয় লিগগুলোকে টেক্কা দিতে ক্রিকেটারদের পারিশ্রিক বাড়াবে বিবিএল। এখন থেকে ড্রাফটে থাকা সর্বোচ্চ ক্যাটাগরির বিদেশি ক্রিকেটাররা পাবেন ২ লাখ ৮০ হাজার ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ৩ কোটি টাকা। আগের তুলনায় এই ক্যাটাগরির ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ছে প্রায় ২৩.৫ শতাংশ।
বিজ্ঞাপন
বিগ ব্যাশে প্রতিটি দল অন্তত ছয়জন করে বিদেশি ক্রিকেটার দলে ভেড়াতে পারে। প্রত্যেক বিদেশি ক্রিকেটারই পাবেন ২ লাখ ডলার করে যা বাংলাদেশি টাকায় ২ কোটি টাকার কিছু বেশি। সব মিলিয়ে দল গড়তে সর্বোচ্চ ৩ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার খরচ করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। বাংলাদেশি টাকয় যা প্রায় ২১ কোটি।
আরও পড়ুন>>> মুশফিককে পেছনে ফেলে কোহলির বিশ্বরেকর্ড
বিজ্ঞাপন
এ প্রসঙ্গে বিগ ব্যাশের মহাব্যবস্থাপক অ্যালিস্টার ডবসন জানিয়েছেন, 'আন্তর্জাতিক শীর্ষ খেলোয়াড়রা বিগ ব্যাশ লিগে আগের চেয়ে বেশি উপার্জন করতে পারবেন। ফলে ক্লাবগুলো এখন থেকে তারকা খেলোয়াড়দেরই বেছে নেবে। আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক জায়গায় টিকে থাকতে চুক্তির নিয়ম ও বেতনের পদ্ধতি বদলে দেওয়া হয়েছে।'
এইচজেএস