জয়ের পর লক্ষ্মৌ শিবিরে দুঃসংবাদ
ছবি: সংগৃহীত
শুক্রবার রাতে পাঞ্জাব কিংসের বিপক্ষে বড় ব্যবধানে জিতেছে লক্ষ্মৌ সুপার জায়ান্টস। ৫৬ রানের জয়ের দিনেও একটা খারাপ সংবাদ পেয়েছে লোকেশ রাহুলের দল। ম্যাচ চলাকালে চোট পাওয়া মার্কাস স্টইনিশকে আগামী ম্যাচে পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
এই ম্যাচে ব্যাট হাতে ৪০ বলে ৭২ রানের ঝড়ো ইনিংস খেলেছেন স্টইনিশ। এরপর প্রথম ওভারে বোলিং করতে এসেছে পাঞ্জাব অধিনায়ক শিখর ধাওয়ানকে ফিরিয়েছিলেন তিনি। যদিও দ্বিতীয় ওভারে এসেই আঙুলের চোটে পড়তে হয়েছে তাকে।
বিজ্ঞাপন
তার বল মোকাবেলা করছিলেন পাঞ্জাবের ব্যাটার আথার্ভা তাইডে। ফলো থ্রুতে ক্যাচ নিতে চেয়েছিলেন স্টইনিস। তবে ঠিকভাবে তা নিতে পারেননি। উল্টো চোট পান বাঁ হাতের তর্জনীতে। সঙ্গে সঙ্গে ব্যথায় কাতরাতে কাতরাতে মাঠের বাইরে চলে যেতে হয় তাকে। এরই মধ্যে তার আঙুলের স্ক্যান করানো হয়েছে। রিপোর্ট হাতে পেলেই বিস্তারিত জানা যাবে।
আরও পড়ুন >> যেসব বাংলাদেশির আইপিএল ক্যারিয়ার শেষ ১ ম্যাচেই
বিজ্ঞাপন
এরপর স্টইনিসের ওভারের বাকি এক বল করেন আয়ুস বাদনি। এরপর আর মাঠে ফেরা হয়নি স্টইনিসের। ম্যাচ শেষে নিজের চোট নিয়ে স্টইনিস বলেন, ‘আপাতত ঠিক আছে। খুব গুরুতর চোট নয় বলেই মনে হচ্ছে। আমরা দ্রুতই এটির স্ক্যান করাবো।’
এইচজেএস