কলকাতা নাইট রাইডার্সের ক্যাম্পে যোগ দিচ্ছেন ক্রিকেটাররা
একে একে ক্রিকেটাররা যোগ দিচ্ছেন কলকাতা নাইট রাইডার্সের ক্যাম্পে। এখনো পর্যন্ত যারা যোগ দিয়েছেন, তারা সবাই-ই অবশ্য ভারতীয়। তবুও কলকাতার ক্যাম্পে ক্রিকেটাররা যোগ দেওয়ার দিনেই দেশের ফিরছেন এবার নিলাম থেকে তিন কোটি রুপিতে দলটিতে বিক্রি হওয়া সাকিব আল হাসান।
তাই প্রশ্ন জেগেছে কলকাতার ক্যাম্পে যোগ দিতেই কি রাতে তিনি দেশে ফিরছেন? যদিও এই প্রশ্নের উত্তর এখনো অজানা। ইতোমধ্যেই কলকাতার ক্যাম্পে যোগ দিয়েছেন দীনেশ কার্তিক, ভরুণ চক্রবর্তী, রাহুল ত্রিপাঠি, কমলেশ নাগারকোটি, সন্দিপ ওয়ারিয়ার এবং ভৈভব আরোরা।
বিজ্ঞাপন
আছেন দুই কোচ অভিষেক নায়ার এবং ওমকার সালভিও। শিগগিরিই দলের সঙ্গে যোগ দেবেন দুই ক্যারিবীয়ান ক্রিকেটার আন্দ্রে রাসেল ও সুনীল নারায়ন। তবে এখনই অনুশীলন শুরু করতে পারবেন না তারা।
বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) নির্দেশনা মোতাবেক সব ক্রিকেটার, সাপোর্টিং স্টাফ এবং কর্মকর্তাদের বাধ্যতামূলক ৭ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে হোটেল রুমে। এরপর করোনা নেগেটিভ হলে অনুশীলনে যোগ দিতে পারবেন ক্রিকেটাররা।
বিজ্ঞাপন
আগামী ৯ এপ্রিল থেকে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর। এর দুই দিন পর সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী আইপিএল মিশন শুরু করবে কলকাতা।
এমএইচ