জাকির-দিপুর সেঞ্চুরিতে উড়ে গেল মাশরাফিরা
ছবি: সংগৃহীত
চোট কাটিয়ে মাঠে ফিরেই সেঞ্চুরির দেখা পেলেন জাকির হাসান। শুধু জাকির নন, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে তার সঙ্গে ওপেনিংয়ে নেমে তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন শাহাদাত হোসেন দিপুও। এই দুই তরুণ ব্যাটারের শতকে ভর করে লিজেন্ডস অব রূপগঞ্জকে উড়িয়ে দিয়েছে প্রাইম ব্যাংক।
বিকেএসপিতে টস হেরে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩৩০ রান করে প্রাইম ব্যাংক। জবাবে ৩৮.৩ ওভারে ১৫৭ রানে অলআউট হয় রূপগঞ্জ। এর ফলে ১৭৩ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে মোহাম্মদ মিথুনের দল।
বিজ্ঞাপন
জাকির ১০০ বলে শতকের দেখা পান। এর আগে ফিফটি করেন ৫৭ বলে। সেঞ্চুরির পর অবশ্য বেশিদূর এগোতে পারেননি। আউট হন ১০৬ রানে। জাকিরের পরেই সেঞ্চুরির দেখা পান শাহদাত। ৯টি চারে ১১৭ বলে সেঞ্চুরি করেন তিনি। ফিফটি করেছিলেন ৬৮ বলে। শাহাদাতের ইনিংসটি থামে ১০২ রানে। দুজনের ওপেনিং জুটি থেকে আসে ২২২ রান।
এ ছাড়া ফিফটি করেন আল আমিন জুনিয়র। মাত্র ২৭ বলে ৫৬ রান করেন তিনি। তাতে ৩৩১ রানের বড় লক্ষ্য দিতে পারে প্রাইম ব্যাংক। চিরাগ জানি ছাড়া রূপগঞ্জের কোনো বোলারই সুবিধা করতে পারেননি। চিরাগ সর্বোচ্চ ৩ উইকেট নেন। মাশরাফি ৯ ওভারে ৬৭ রান দিয়ে কোনো উইকেটের দেখা পাননি।
বিজ্ঞাপন
বোলিংয়ের মতো ব্যাট হাতেও দিশাহীন ছিল রূপগঞ্জ। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। সর্বোচ্চ ৩৮ রান করেন চিরাগ। এ ছাড়া আশিক উল আলম নাইম ৩৬, সোহাগ গাজী ২১ ও রাজিবুল ইসলাম ১৬ রান করে সাজঘরে ফেরেন। প্রাইম ব্যাংকের হয়ে ২টি করে উইকেট নেন মাহাদি হাসান, রুবেল হোসেন ও নাসির হোসেন।
এইচজেএস