টম ল্যাথাম/ক্রিকইনফো

প্রথম ম্যাচে শোচনীয় হার। এরপর দ্বিতীয় ম্যাচে আজ লক্ষ্য ঘুরে দাঁড়ানো। সে লক্ষ্যেই মঙ্গলবার নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ।  ক্রাইস্টচার্চে চলমান দ্বিতীয় ওয়ানডের সরাসরি সব আপডেট দিচ্ছে ঢাকা পোস্ট

সেই ল্যাথামের কাছেই হারল বাংলাদেশ

নিউজিল্যান্ডকে দারুণ চাপেই ফেলে দেয়া গিয়েছিল। স্বাগতিকদের সামনে রান-বলের সমীকরণটা ৯০ বলে ১০১ রানের। সেখান থেকে ক্যাচ ফসকালো একগাদা। জীবন পেলেন প্রতিপক্ষ অধিনায়ক টম ল্যাথাম, পরে করলেন সেঞ্চুরিও। সেই ল্যাথামের ব্যাটেই এল নিউজিল্যান্ডের জয়সূচক রানটা। সাইফউদ্দিনের ইয়র্কারটা ফ্লিক করে বাউন্ডারির বাইরে নিয়ে ফেললেন। ৫ উইকেটের জয়ের সঙ্গে স্বাগতিকদের সিরিজ জয়টাও নিশ্চিত হলো তাতে।

নিউজিল্যান্ড ২৭৫-৫

টম ল্যাথামের সেঞ্চুরি

তাসকিনের শর্ট বলটাকে সীমানাছাড়া করলেন স্কয়ারলেগ দিয়ে। তাতে নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম পেয়ে গেলেন ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি।

নিউজিল্যান্ড ২৫৩-৫

মুস্তাফিজ ফেরালেন নিশামকে

মুস্তাফিজের ফুলার লেন্থ বলটা লং অন দিয়ে সীমানাছাড়া করতে চেয়েছিলেন জিমি নিশাম। হলো না, ধরা পড়লেন সীমানার ঠিক সামনে থাকা সৌম্য সরকারের হাতে।

নিউজিল্যান্ড ২৪২/৫

নিউজিল্যান্ডের চাই আর ৫০

যেন ক্যাচ মিসের পসরাই সাজিয়ে বসেছে বাংলাদেশ। অধিনায়ক টম ল্যাথাম আর জিমি নিশামের তিনটা ক্যাচ পরপর ছেড়েছেন মুশফিক-মেহেদিরা। তাতে ম্যাচটাও যাচ্ছে ফসকে। জিততে নিউজিল্যান্ডের আর চাই পঞ্চাশ। নিশাম আর ল্যাথাম অপরাজিত যথাক্রমে ১৭ আর ৮৩ রানে।

নিউজিল্যান্ড ২২২-৪

কনওয়ে-ল্যাথামের জুটি ভাঙলেন তামিম

শতরানের জুটি গড়ে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকেই দিচ্ছেন ডেভন কনওয়ে আর টম ল্যাথাম। তাদের সে জুটি ভাঙলেন তামিম। বোলারের প্রান্ত থেকে তার থ্রো সরাসরি আঘাত হানে স্ট্যাম্পে, ব্যক্তিগত ৭২ রানে রান আউট হয়ে ফিরে যান ডেভন কনওয়ে।

নিউজিল্যান্ড ১৬৬/৪

কনওয়ে-ল্যাথামে ফিকে বাংলাদেশের জয়ের আশা

৫১ রানে নিউজিল্যান্ডের তিন উইকেট তুলে নিয়ে চালকের আসনেই চলে এসেছিল বাংলাদেশ। তবে এরপর থেকে সফরকারীদের আর সুযোগই দিচ্ছেন না ডেভন কনওয়ে আর অধিনায়ক টম ল্যাথাম। দু'জনের শতরানের জুটিতে নিউজিল্যান্ড ফিরে এসেছে জয়ের কক্ষপথে।

নিউজিল্যান্ড ১৫৮-৩

মেহেদির জোড়া আঘাত, চালকের আসনে বাংলাদেশ

মেহেদি শেখের বলে শাফল করতে চেয়েছিলেন উইল ইয়ং। ব্যাটে বলে হলো না। বোল্ড হয়ে ফিরলেন তিনি।

নিউজিল্যান্ড ৫৩-৩

মেহেদির প্রথম ওয়ানডে উইকেট, ফিরলেন নিকলস

অফস্পিনার মেহেদি শেখের আগের বলটা বেরিয়ে গিয়েছিল। পরের বলটাও টার্নের জন্যই খেলতে চেয়েছিলেন বাঁহাতি হেনরি নিকলস। কিন্তু বলটা সোজা ঢুকল ভেতরে, ভাঙল স্ট্যাম্প। মেহেদি শেখ পেলেন ওয়ানডেতে প্রথম উইকেটের দেখা।

নিউজিল্যান্ড ৪৩-২

মুস্তাফিজের প্রথম আঘাত, গাপটিল সাজঘরে

ওভার দ্য উইকেট থেকে অ্যাঙ্গেল সৃষ্টি করছিলেন মুস্তাফিজ। তাতেই বল পড়তে ভুল হলো মার্টিন গাপটিলের। লিডিং এজ হয়ে ফিরতি ক্যাচ গেল মুস্তাফিজের। নিউজিল্যান্ডের প্রথম উইকেটের পতন।

নিউজিল্যান্ড ২৮-১

দুরন্ত মিঠুনে লড়াকু পুঁজি বাংলাদেশের

তামিম ভিতটা গড়েই দিয়ে গিয়েছিলেন। সেখানে দাঁড়িয়ে মোহাম্মদ মিঠুন খেললেন ৫৭ বলে ৭৩ রানের দারুণ এক ইনিংস। তাতে বাংলাদেশও পেল লড়াকু এক পুঁজি।

বাংলাদেশ ২৭১/৬

রান বাড়ানোর চাপে ফিরলেন মাহমুদউল্লাহ-মেহেদি

ইনিংসের শেষে দ্রুত রান তোলার তাড়া ছিল। সময়ের দাবি মেটাতে ব্যাট চালাতেই হতো মাহমুদউল্লাহকে। সেটাই করছিলেন তিনি। কাইল জেমিসনের লেন্থ বলটাকে তুলে মারতে চেয়েছিলেন, হলো না। ধরা পড়লেন লং অনে। এরপর শেখ মেহেদিও ধরা পড়েছেন একই ঢংয়ে।

বাংলাদেশ ২৫৮/৬

মিঠুনের ফিফটিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

মুশফিক সহজাত খেলাটা খেলতে পারেননি, ফলে রানের গতিতে ভাটা পড়েছিল কিছুটা। তবে মোহাম্মদ মিঠুনের ব্যাটে সে গতি আবারও ফিরে পেয়েছে বাংলাদেশ। নিশামকে ছক্কা মেরে পেয়েছেন অর্ধশতকের দেখা, তাও মাত্র ৪৩ বলে!

বাংলাদেশ ২২৪/৪

বিদায় নিলেন মুশফিকও

মিচেল স্যান্টনারের অফসাইডের বাইরে করা বলটাকে মুশফিক মিড অনের ওপর দিয়ে পাঠাতে চেয়েছিলেন সীমানার বাইরে। ব্যাটে-বলে হলো না। ধরা পড়লেন মিড অনে, হেনরি নিকলসের হাতে। তার আগে অবশ্য মোহাম্মদ মিঠুনের সঙ্গে মিলে গড়ে ফেলেছিলেন ৬১ বলে ৫১ রানের একটা জুটি।

বাংলাদেশ ১৮৪/৪

রান আউটে কাটা পড়ল তামিমের শতক

জিমি নিশামের লেন্থ বলটা কোনোক্রমে ঠেকিয়ে দ্রুত একটা রান চুরি করতে চেয়েছিলেন মুশফিক। সিদ্ধান্তটা অবশ্য ছিল 'ডেঞ্জার এন্ডে' দৌড়াতে থাকা তামিমেরই। শেষ পর্যন্ত সে লক্ষ্যে ব্যর্থ হলেন। নিশামের দারুণ 'ফুটওয়ার্কে' তামিম ক্রিজে পৌঁছানোর আগেই ভাঙল স্ট্যাম্প। ৭৮ রানে ফিরলেন বাংলাদেশ অধিনায়ক।

বাংলাদেশ ১৩৩/৩

১০০ পেরোলো বাংলাদেশ

অর্ধশতকের পরই যেন রুদ্রমূর্তি ধারণ করলেন তামিম। স্যান্টনারের টানা দুই বলে মারলেন দুটো চার। যার প্রথমটায় বাংলাদেশও পেরিয়ে গেল ১০০ রান।

বাংলাদেশ ১০২/২

তামিমের অর্ধশতক

উদ্বোধনী জুটি দ্রুত ভাঙার পর তামিম ইকবালের কাছে দলের চাওয়া ছিল বড় কিছুর। আপাতত অর্ধশতক তুলে নিয়ে অধিনায়ক তামিম পূরণ করছেন সে চাওয়া। ৮৫ বলে তুলে নিয়েছেন অর্ধশতক।

বাংলাদেশ ৯৭/২

ভালো শুরুর পর ফিরলেন সৌম্য

লিটনের দ্রুত বিদায়ের পর তামিমের সঙ্গে মিলে ইনিংস মেরামতের কাজটা ভালোই করছিলেন সৌম্য। ৮১ রানের জুটিতে কাজটা সেরেছিলেন বেশ। তবে মিচেল স্যান্টনারের ওয়াইড ডাউন দ্য লেগ বলেই যেন হঠাৎ মনোযোগে ব্যাঘাত ঘটল তার। আগ থেকেই যেন ঠিক করে রেখেছিলেন উইকেট ছেড়ে বেরিয়ে আসবেন। করলেনও তাই। ফলে বলের কাছেও যায়নি তার ব্যাট, টম ল্যাথামের হাতে স্ট্যাম্পড হয়ে ব্যক্তিগত ৩২ রানে ফিরেছেন তিনি।

বাংলাদেশ ৮৫-২

শুরুতেই লিটনের বিদায়

আবারও সেই পুরনো দৃশ্যের অবতারনা। প্রথম ম্যাচের নির্বিবাদে উইকেট বিলিয়ে দেওয়ার ধারা অব্যহত দ্বিতীয় ম্যাচেও। ম্যাট হেনরির শর্ট বলে পুল করে শর্ট মিড উইকেটে থাকা ফিল্ডারের হাতে উইকেটটা বিসর্জন দিলেন লিটন দাস।

বাংলাদেশ ৪/১

সিরিজ জয়ের ম্যাচে অপরিবর্তিত নিউজিল্যান্ড

প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে বড় ব্যবধানের জয় তুলে নেওয়ার পর খুব একটা পরিবর্তন আসার সম্ভাবনা ছিল না নিউজিল্যান্ড দলে। সেটা শেষমেশ ঘটেওনি। সিরিজ জয়ের ম্যাচে নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামার ঘোষণা দিয়েছেন।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, ডেভন কনওয়ে, উইল ইয়াং, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), জিমি নিশাম, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, কাইল জেমিসন, ম্যাট হেনরি ও ট্রেন্ট বোল্ট।

বাংলাদেশ দলে এক পরিবর্তন

আগের ম্যাচ থেকে একটি পরিবর্তন এসেছে বাংলাদেশ দলে। মোহাম্মদ সাইফউদ্দিন ফিরেছেন হাসান মাহমুদের জায়গায়।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

আবারও টসে হার, ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রথম ম্যাচে টসে প্রথম হাসিটা হেসেছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। দ্বিতীয় ম্যাচেও সেই একই দৃশ্য। টসে হারলেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। সফরকারীদের পাঠানো হলো প্রথমে ব্যাট করতে।