বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন/ ফাইল ছবি

দেশের ক্রিকেটের দুঃসময় যেন কাটছেই না। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে হোয়াইট ওয়াশ হওয়ার পর নিউজিল্যান্ডেও প্রথম ওয়ানডেতে বেহাল দশা বাংলাদেশের। ১৩১ রানেই অলআউট হয়ে যান তামিম ইকবালরা, ম্যাচ হারেন আট উইকেটের বড় ব্যবধানে।

এরপর সমালোচনার ঝড় ওঠে সবখানে। ক্রিকেটারদের পারফরম্যান্স ও মানসিকতা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতিও মনে করেন এভাবে খেললে হবে না। নিউজিল্যান্ড সফরে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ খুবই খারাপ খেলেছে বলে দেশের শীর্ষ একটি দৈনিককে বলেছেন তিনি।

নাজমুল হাসান পাপন বলেন, ‘প্রথম ম্যাচে আমরা খুবই খারাপ খেলেছি। এভাবে খেললে হবে না। ওরা (বাংলাদেশ দল) যখন ওয়ানডে খেলে মনে হয় টেস্ট খেলছে, যখন টেস্ট খেলে মনে হয় ওয়ানডে খেলছে।’

প্রায় সব সিরিজের আগেই ভালো কিছুর প্রতিশ্রুতি দেন ক্রিকেটাররা। কিন্তু ম্যাচের সময় দেখা যায় ফলাফল শূন্য। ক্রিকেটারদের এমন বেশি কথা পছন্দ নয় খোদ বিসিবি সভাপতিরও। এসবের কোনো প্রয়োজন দেখেন না পাপন।

তিনি বলেন, ‘ওরা খেলার আগে বলে এটা করবে, সেটা করবে। এগুলো বলার দরকার কী! পরে তো দেখা যায় বাস্তবতার সঙ্গে আকাশ–পাতাল পার্থক্য। তখন মানুষ কষ্ট পায়, ওরাও নার্ভাস হয়ে যায়। কোচ, অধিনায়ক, খেলোয়াড় সবার কথায় মনে হচ্ছিল যেন নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করে আসবে। কিন্তু আমরা তো অত বড় দল হয়ে যাইনি এখনও।’

এমএইচ/এসএসএইচ