ছবি: সংগৃহীত

বাংলাদেশ দল এখন অবস্থান করছে ইংল্যান্ডের মাটিতে। আয়ারল্যান্ডের বিপক্ষে আগামী ৯মে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে তামিম ইকবালের দল। তার আগে গতকাল শুক্রবার মূল ম্যাচের আগে একটি মাত্র প্রস্তুতি ম্যাচ হওয়ার কথা ছিল টাইগারদের। তবে বৃষ্টি বাধায় সেটি ভেস্তে গেছে। যে কারণে কিছুটা হতাশ বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমন।

আজ শনিবার পূর্বাচলে শেখ হাসিনা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে  বাশার বলেন, 'সিরিজটা প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হবে। একটা ম্যাচ খেলার সুযোগ ছিল প্রস্তুতি নেয়ার জন্য। সেটা মিস করেছি। ম্যাচটা খেলতে পারলে আমাদের জন্য ভালো হত। যদিও কিছুটা অনুশীলনের সুযোগ পাচ্ছি। কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার জন্য একটু সময় পাচ্ছি হাতে। কিন্তু আমার মনে হয় একটা ম্যাচ খেলতে পারলে ভালো হত। এই সময়ে আসলে কন্ডিশনটা ভিন্ন।' 

আয়ারল্যান্ডের কন্ডিশনই বাংলাদেশের বড় প্রতিপক্ষ দাবি করে বাশার বলেন, 'জুন-জুলাই-আগস্ট মাসে যদি খেলা হত আমাদের জন্য ভালো হত। কারণ ওই সময় ইংল্যান্ডের উইকেট একদম শুকনো থাক। আমাদের জন্য সহায়ক হত। কিন্তু মে মাসে উইকেট একটু নরম থাকে, বৃষ্টি হয়, কন্ডিশন কিন্তু খুব চ্যালেঞ্জিং। প্রতিপক্ষ আয়ারল্যান্ড যখন নিজেদের কন্ডিশনে খেলে তারা বেশ ভালো প্রতিপক্ষ। তবে আমাদের জন্য অনেক বড় প্রতিপক্ষ কন্ডিশনটা।'

'ওখানে কত ভালোভাবে মানিয়ে নিতে পারছি সেটার উপর নির্ভর করছে পারফরম্যান্স। আমরা ভালো খেলছি, সবাই ফর্মে আছে। কন্ডিশনটাই অনেক বড় চ্যালেঞ্জ। আমার মনে হয় সিরিজটা খুব প্রতিদ্বন্দ্বীতা হবে। শক্তভাবে মোকাবেলা করতে পারে আয়ারল্যান্ড।'-আরও যোগ করেন তিনি। 

এসএইচ/এইচজেএস