ছবি: সংগৃহীত

দক্ষিণ এশিয়ার ফুটবল ফেডারেশনে আজ কংগ্রেস ছিল। সেই কংগ্রেসে নির্বাহী কমিটির শূন্য পদ পূরণ হয়েছে। সেই কংগ্রেসের পর নির্বাহী সভাও অনুষ্ঠিত হয়েছে। সেই সভায় দীর্ঘদিনের আলোচিত সাফ ক্লাব কাপ নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপ নিয়েও নির্দেশনা এসেছে।

দক্ষিণ এশিয়ার ক্লাবগুলোকে নিয়ে সাফ ক্লাব কাপ করার আলোচনা অনেক দিনের। দেশগুলোর ঘরোয়া সূচি, স্পন্সর সহ নানা বিষয়ে জটিলতার কারণে সেটি আলোর মুখ দেখে না। আজকের সভায় অবশ্য এ নিয়ে জোর আলোচনা হয়েছে। তাই খানিকটা আশাবাদ ব্যক্ত করলেন সাফের সভাপতি কাজী সালাউদ্দিন।

তিনি বলেন, 'মার্কেটিং প্রতিষ্ঠান আগামী বছর থেকে সাফ ক্লাব কাপ আয়োজনে খুব আশাবাদী। সামনের তিন মাস তারা এ নিয়ে কাজ করবে। কিভাবে এটি বাস্তবায়ন করা যায়। এরপর আমরা সভার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।'

২১ জুন থেকে ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপ। সেই চ্যাম্পিয়নশিপে সাতটি দলের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। আজকের সভায় টুর্নামেন্টের ড্রয়ের দিন পিছিয়েছে। এ প্রসঙ্গে সাফের সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, '১২ মে’র পরিবর্তে ২১ মে ব্যাঙ্গালুরুতে ড্র করার সিদ্ধান্ত হয়েছে। অস্টম দলের জন্য ১৫ মে পর্যন্ত চেষ্টা করা হবে।'

আজকের সাফ কংগ্রেসে অনুপস্থিত ছিল মালদ্বীপ ও পাকিস্তান। ভিসা জটিলতার জন্য পাকিস্তান আসতে পারেনি। মালদ্বীপের ডেলিগেটসরা শেষ পর্যন্ত আসেননি। শ্রীলঙ্কা ফিফা বহিষ্কারাদেশের মধ্যে থাকায় কংগ্রেসের আমন্ত্রণ পায়নি। আজকের কংগ্রেসে অডিট রিপোর্ট ও বাজেট অনুমোদন হয়েছে সাফের। আজকের সভায় ২.৪ মিলিয়ন ডলার ব্যয় ও ২.৮ মিলিয়ন ডলার আয় অনুমোদিত হয়েছে।

এজেড/এইচজেএস