নাঈমুর রহমান দুর্জয়, সাকিব আল হাসান ও আকরাম খান

সোমবার দিবাগত রাতে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। বিতর্কিত ইস্যুতে তার সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন আকরাম খান। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম কথা বললেও সাকিবের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চান না নাঈমুর রহমান দুর্জয়। জানিয়েছেন, সাকিবের সঙ্গে কথা হলে সেটি বোর্ডের মাধ্যমেই হবে।

বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের চেয়ারম্যান দুর্জয় বলেন, ‘সাকিবের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা বা কথা বলব না আমি। সাকিবের সঙ্গে আলোচনা করতে হলে সেটি বোর্ড করবে, আমি করব না। বোর্ড যদি ডাকে, তখন দেখা হবে। বোর্ড তার সঙ্গে বৈঠক করবে কি না, সেটিও আমি জানি না।’

গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ভেতরে জমে থাকা ক্ষোভ উগড়ে দেন সাকিব। আঙুল তোলেন বিসিবির কয়েকজন কর্মকর্তার দিকে। যেখানে আকরামের বিপক্ষে সরাসরি অভিযোগ আনেন সাকিব। সঙ্গে এইচপির কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এ ঘটনার পর অসন্তুষ্টি প্রকাশ করেছেন অভিযুক্তরা।

সোমবার এক সাক্ষাৎকারে আকরাম খান বলেছেন, সাকিব দেশে ফিরলে তার সঙ্গে যোগাযোগ করবেন তিনি। সেই সাক্ষাৎকারে আকরাম খান জানান, ‘হ্যাঁ করব। আমি তো বলেছিই, সাকিবের সঙ্গে আমার কোনো সমস্যা নাই। কোনো প্লেয়ারের সঙ্গেই নাই।’

এ ঘটনার পর সোমবার দিবাগত রাত ২টার দিকে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সাকিব। তবে লোকচক্ষুর আড়ালে বিমানবন্দর ত্যাগ করেন তিনি। অপেক্ষায় থাকা মিডিয়াকর্মীদেরও ফাঁকি দেন। আজ (মঙ্গলবার) তার কোনও খবর পাওয়া যায়নি। আসেননি ক্রিকেট বোর্ডেও। আকরাম খান কি শেষ পর্যন্ত কথা বললেন সাকিবের সঙ্গে? এ নিয়ে আকরাম খানের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে পাওয়া যায়নি তাকে।

দুর্জয় অবশ্য জানেন না আকরাম-সাকিবের কথা বলার বিষয়টি, ‘আকরাম খান বলেছে কি না এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। তিনি বললে বলতে পারেন। তিনি হয়তো ব্যক্তিগতভাবে কথা বলবেন। তবে সেটি তার ব্যক্তিগত ব্যাপার। এ ব্যাপারে আমার সঙ্গে কোনো কথা হয়নি।’

এমএইচ/এটি/এমএমজে