প্রথম ওভারেই হাসানের সুইংয়ে দিশেহারা স্টার্লিং
আয়ারল্যান্ড ওপেনারদের দারুণ নিয়ন্ত্রণে রেখে প্রথম ওভার শেষ করেছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। তবে ওভারের পঞ্চম বলেই তিনি অভিজ্ঞ আইরিশ ব্যাটার পল স্টার্লিংকে ইনসুইংয়ের ফাঁদে ফেলেন। আর তাতেই দিশেহারা স্টার্লিংয়ের ব্যাটে লেগে বল চলে যায় উইকেটের পেছনে থাকা মুশফিকুর রহিমের হাতে। ১ রান খরচায় প্রথম ওভার শেষ করেছেন হাসান।
শুক্রবার (১২ মে) ম্যাচের শুরুটা বৃষ্টিতে ভেসে যাওয়ার ইঙ্গিত দিলেও, শঙ্কা কেটে যায় বাংলাদেশের টস জয়ের মাধ্যমে। তবে টাইগার অধিনায়ক তামিম ইকবাল প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়েছে আইরিশরা।
বিজ্ঞাপন
হাসান মাহমুদের পর দ্বিতীয় ওভারে শরীফুলও মাত্র তিন রানে ওভার শেষ করেন। তবে তার ওভারেই আউট হতে পারতেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি। শরীফুলের অফ স্টাম্পের বাইরে থাকা বলে ব্যাট ছুঁয়ে সেটি স্লিপে থাকা লিটনের সামনের মাটি স্পর্শ করেন। লিটন বলটি তালুবন্দী করেন ঠিকই, কিন্তু তার আগেই সেটি মাটিতে লেগে যায়। এরপর তৃতীয় ওভারও করেন হাসান। একট চারের বাউন্ডারিতে সেই ওভারে তিনি ৬ রান দেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত আইরিশরা ৫ ওভারে ১ উইকেটে ১০ রান সংগ্রহ করেছে। ওপেনার স্টিফেন ডোহেনির সঙ্গে অপরাজিত আছেন বালবার্নি।
বিজ্ঞাপন
প্রথম ওয়ানডের একাদশ নিয়েই এই ম্যাচে নেমেছে উভয় দল। ফলে টাইগার একাদশে জায়গা হয়নি মুস্তাফিজুর রহমানের। এর আগে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের প্রায় দেড়ঘণ্টা পর মাঠে নামে দু'দল। তবে ৫ ওভার কমিয়ে খেলা নির্ধারিত হয় ৪৫ ওভারে। একজন বোলার সর্বোচ্চ ৯ ওভার করে বল করতে পারবেন।
এএইচএস