হাসান মাহমুদের দুই শিকারে বেশ চাপের মুখে পড়েছিল আয়ার‌ল্যান্ড। ৭ ওভারে মাত্র ১৬ রানেই ফিরেছেন তাদের দুই ওপেনার। তবে এরপর ক্রিজে আসা হ্যারি টেক্টর জুটি গড়েছেন অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নির সঙ্গে। তাদের জুটিতে ইতোমধ্যে ৮৪ রান এসেছে। ফলে শুরুর ধাক্কা সামলে বাংলাদেশের বিপক্ষে ইনিংস বড় করছে আয়ারল্যান্ড। তার ওপর বোনাস হিসেবে শরীফুল ইসলাম ব্যাটার টেক্টরের ক্যাচ হাতছাড়া করেছেন।

২৩ রানে জীবন পাওয়া টেক্টর ৫৩ বলে ফিফটি পূর্ণ করেছেন। তাও আবার স্পিনার তাইজুল ইসলামের এক ওভারে তিনটি ছক্কা হাঁকিয়ে। বলে ছন্নছাড়া শরীফুলের বাজে ফিল্ডিংয়ের খেসারতই দিচ্ছে বাংলাদেশ।

শেষ খবর পাওয়া পর্যন্ত আয়ারল্যান্ড ২১ ওভারে দুই উইকেটে শতরান পূর্ণ করেছে। টেক্টর ৫৪ এবং বালবার্নি ৩৩ রানে অপরাজিত আছেন। এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে সফল বোলার হাসান মাহমুদ। ৫ ওভারে ১২ রান খরচায় ২ উইকেট নিয়ে তিনি বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন। তবে টেক্টর-বালবার্নির জুটির কারণে সেটি এখন ফিকে হয়ে এসেছে। 

টাইগারদের সব বোলারই নিয়ন্ত্রিত বল করলেও, শরীফুলকে হাত খুলে খেলছেন আইরিশরা। তিন ওভারে এই পেসার ২১ রান নিয়েছেন। এরমধ্যে ইনিংসের ১২তম ওভারেই ১৪ রান দিয়েছেন শরীফুল। এছাড়া তাইজুলের এক ওভারের ধোলাইয়ে ২ ওভারে ২৪ রান এসেছে।

এএইচএস