ছবি: সংগৃহীত

ডোহেনিকে দ্রুত ফেরালেও সময়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশী বোলারদের ওপর চড়াও হন আইরিশ ব্যাটাররা। স্টার্লিং শুরুতে ধীরগতির ব্যাটিং করলেও উইকেটে থিতু হওয়ার পর খোলস ছেড়ে বেরিয়ে আসেন। তিনে নামা অ্যান্ডি বার্লবির্নিকে সঙ্গে নিয়ে শক্ত ভীত গড়েন এই ওপেনার। তাদের দুর্দান্ত ব্যাটিংয়ে ২১ ওভারে শতরানের মাইলফলক স্পর্শ করে আইরিশরা। আর ৫৮ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন স্টার্লিং। এই মাইলফলক ছুঁয়েছেন বালবির্নিও। ফিফটি করতে অধিনায়কের খরচ করেছেন ৭১ বল।

২৫ ওভার শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ১২০ রান। ৫২ রান নিয়ে উইকেটে আছেন বার্লবির্নি, অপর অপরাজিত ব্যাটার স্টার্লিংয়ের সংগ্রহ ৫১ রান। 

এর আগে ২৭৫ রানের লক্ষ্যে খেলতে নেমে দেখে-শুনে শুরু করেন দুই আইরিশ ওপেনার পল স্টার্লিং ও স্টিফেন ডোহেনি। তবে বাংলাদেশি পেসারদের তোপের মুখে খুব বেশি দূর এগোতে পারেনি এই জুটি। ইনিংসের ষষ্ঠ ওভারে আইরিশ শিবিরে প্রথম আঘাত হানেন মুস্তাফিজুর রহমান। ওভারের দ্বিতীয় বলটি ফ স্টাম্পের বাইরে লেন্থ ডেলিভারী ছিল এই বাঁহাতি পেসারের। সেখানে কাট করতে গিয়ে লিটনের হাতে ধরা পড়েন ডোহেনি। সাজঘরে ফেরার আগে এই ওপেনারের ব্যাট থেকে এসেছে ১৬ বলে ৪ রান।

চেমসফোর্ডে টস হেরে শুরুতে ব্যাটিং করতে নেমে ৪৮ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ২৭৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৬৯ রান এসেছে তামিমের ব্যাট থেকে। তাছাড়া ৪৫ রান করেছেন মুশফিক, মিরাজের ব্যাট থেকে এসেছে ৩৭ রান।

এইচজেএস