নাম্বার ওয়ানেই সাকিব, এগিয়েছেন তামিম-মিঠুন
সাকিব আল হাসান ও তামিম ইকবাল/ ফাইল ছবি
আজ বুধবার হালনাগাদকৃত র্যাঙ্কিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যেখানে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ছুটিতে থাকলেও একদিনের ফরম্যাটে অলরাউন্ডার বিভাগে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান। ব্যাটিং বিভাগে ৩ ধাপ এগিয়েছেন তামিম ইকবাল। বড় লাফ দিয়েছেন মোহাম্মদ মিঠুন, ১২ ধাপ এগিয়েছেন তিনি।
বুধবার প্রকাশ করা র্যাঙ্কিংয়ে দেখা যায়, ছেলেদের ক্রিকেটে আগের মতো ওয়ানডে অলরাউন্ডারের রাজত্ব সাকিবের দখলে। বাংলাদেশ দলের চলমান নিউজিল্যান্ড সফরের দলে না থাকলেও এ তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা মোহাম্মদ নবীর থেকে রেটিং পয়েন্টে ঢের এগিয়ে সাকিব।
বিজ্ঞাপন
কিউইদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে ভালো করার ফল পেয়েছেন তামিম। ৭৮ রানের ইনিংসটির কল্যাণে রাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ১৯তম স্থানে উঠে এসেছেন বাঁহাতি ওপেনার। ওয়ানডেতে ক্যারিয়ার সেরা ৭৩ রানের ইনিংসটির পুরস্কার পেয়েছেন মিঠুন। ১২ ধাপ এগিয়ে ৯৪তম অবস্থান থেকে ৮২তম স্থানে উঠে এসেছেন তিনি।
এছাড়া ওয়ানডের ব্যাটিং বিভাগে রোহিত শর্মাকে সরিয়ে দুই নম্বরে উঠে এসেছেন বাবর আজম। বড় লাফ দিয়েছেন জনি বেয়ারস্টো, ১১ নম্বর থেকে ৭ নম্বরে উঠে এসেছেন তিনি। বোলিং বিভাগে আগের মতো ৪ নম্বর অবস্থান ধরে রেখেছেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের বিপক্ষে ভালো করার ফল পেয়েছেন ম্যাট হেনরি। ৩ ধাপ এগিয়ে ৮ নম্বরে অবস্থান তার।
বিজ্ঞাপন
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে সতীর্থ লোকেশ রাহুলকে এক ধাপ নিচে নামিয়ে চার নম্বরে উঠে এসেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ১৪ নম্বরে অবস্থান করছেন রোহিত শর্মা। বোলিং বিভাগে র্যাঙ্কিংয়ের শীর্ষে জায়গা করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার তামরিজ শামসি। ফলে এক নম্বর জায়গা ছাড়তে হয়েছে রশিদ খানকে।
টিআইএস/এটি