অধিনায়ক জামাল ভূঁইয়া ও মিডফিল্ডার মামুনুলের সঙ্গে বিশ্বনাথ/ফাইল ছবি

কিরগিজদের অলিম্পিক দলকে হারানোর পর আজ বুধবার একটু আয়েশেই দিন কাটাবেন জামাল-সোহেলরা। ব্রিটিশ কোচ জেমি ডে তার শিষ্যদের নিয়ে মাঠে নামবেন না। টিম হোটেলেই বিকেলে জিম ও সাঁতার কাটিয়ে সময় কাটবে ফুটবলারদের। 

অন্য দিকে কালকের ম্যাচে ব্যথা পেয়েছেন ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। স্ট্রেচারে করে তাকে মাঠ ছাড়তে হয়েছে। আজ এমআরআই করানো হচ্ছে তাকে। রিপোর্ট দেখে কোচ সিদ্ধান্ত নেবেন। 

২৩ জনের স্কোয়াডের মধ্যে ১৬ জনকে কাল ম্যাচ খেলার সুযোগ দিয়েছেন জেমি। আগামীকাল নেপাল কিরগিজস্তানের বিরুদ্ধে অন্তত ড্র করলে বাংলাদেশ প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করবে। আর স্বাগতিক নেপাল জিতলে তো দুই দলই ফাইনালে উঠবে। 

সেটা হয়ে গেলে আগামী ২৭ মার্চ নেপাল ও বাংলাদেশের মধ্যকার ম্যাচটি হবে শুধু নিয়ম রক্ষার। ২৫ মার্চ বাংলাদেশের ফাইনাল নিশ্চিত হলে ২৭ মার্চের ম্যাচে জেমি নতুনদের আরো বেশি সুযোগ দেবেন কোচ জেমি।

এজেড/এনইউ/এটি