চলতি আইপিএলে ইতোমধ্যে প্লে-অফ নিশ্চিত হয়ে গেছে গুজরাট টাইটান্স, চেন্নাই সুপার কিংস ও লখনৌ সুপার জায়ান্টসের। বাকি এক জায়গার জন্য এখনো লড়ছে তিনটি দল। আরসিবি, মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালস- তিন দলেরই সুযোগ রয়েছে প্লে-অফে ওঠার। তবে সবার থেকে এগিয়ে রয়েছেন কোহলিরা।

১৩ ম্যাচে আরসিবির পয়েন্ট ১৪। শেষ ম্যাচে আজ (রোববার) রাতে গুজরাট টাইটান্সকে হারাতে পারলেই শেষ চারে জায়গা প্রায় পাকা হয়ে যাবে কোহলিদের। কারণ, নেট রানরেটে মুম্বাই ইন্ডিয়ান্সের (-০.১২৮) থেকে অনেকটা এগিয়ে আরসিবি (০.১৮০)। এছাড়া লিগের শেষ ম্যাচ খেলবে আরসিবি। তাই যদি আজ দিনের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স নিজেদের ম্যাচ জেতে তারপরেও আরসিবিকে কত রানে বা উইকেটে জিততে হবে সেটা জেনেই খেলতে নামবে তারা।

তবে বাঁচা-মরার লড়াইয়ে নামার আগে দুঃসংবাদ আরসিবি শিবিরে। দলের তারকা পেসার জস হ্যাজলউড চোটের কারণে আইপিএল থেকেই ছিটকে গেছেন। অজি এই পেসারের ইনজুরির কথা জানিয়েছেন দলের ডিরেক্টর অফ অপারেশন মাইক হেসন। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘চোট পেয়ে দেশে ফিরে যাচ্ছে হ্যাজলউড। রোববারের ম্যাচে ও খেলছে না। আমরা প্লে-অফে উঠলেও হ্যাজলউডের খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।’

গোড়ালির চোটে চলতি আইপিএলের প্রথমের দিকের কয়েকটি ম্যাচে খেলতে পারেননি হ্যাজলউড। চোট সারার পরে তাকে মাঠে নামায় আরসিবি। দলের হয়ে মাত্র তিনটি ম্যাচ খেলেছেন অস্ট্রেলিয়ার এই পেসার। নিয়েছেন ৩ উইকেট। কিন্তু আবার গোড়ালি ভোগাচ্ছে তাকে। তাই কোনো ঝুঁকি নিতে চাইছে না ম্যানেজমেন্ট। দেশে ফেরত পাঠানো হচ্ছে হ্যাজলউডকে।