ছবি: সংগৃহীত

আগামী ৭ জুন শুরু হবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এই ম্যাচের স্কোয়াডে থাকা ভারতীয় ক্রিকেটারদের মধ্যে একমাত্র চেতেশ্বর পূজারা ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলছেন। বাকিদের তিন ভাগে ইংল্যান্ডে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

তারই অংশ হিসেবে যে দলগুলোর ক্রিকেটাররা আইপিএলের প্লে অফে নেই, তাদের মধ্যে কয়েকজন প্রথম ব্যাচে লন্ডন যাচ্ছেন। অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, কোচ রাহুল দ্রাবিড়সহ কোচিং স্টাফরা ইতোমধ্যেই রওনা দিয়েছেন। কিন্তু প্লে অফে না থাকলেও আজ লন্ডন গেলেন না বিরাট কোহলি। 

মূলত বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিনের মতো সিনিয়র ক্রিকেটাররা বোর্ডের কাছ থেকে একদিনের সময় চেয়ে নিয়েছেন। পরিবারের সঙ্গে একটা দিন কাটিয়ে বুধবার লন্ডন যাবেন কোহলি-অশ্বিন। কোহলিদের সঙ্গে যাবেন সিরাজ ও উমেশ যাদব।

আইপিএল ফাইনালের পর অধিনায়ক রোহিত শর্মাসহ স্কোয়াডের বাকি ক্রিকেটার এবং স্ট্যান্ড বাই থাকা সূর্যকুমার যাদব, ঋতুরাজ গায়কোয়াড়রা রওনা দেবেন।

এইচজেএস