চেন্নাইয়ের জার্সি উন্মোচনে ধোনি/চেন্নাই সুপার কিংস

সেই ২০০৮ আইপিএল থেকে প্রায় একই নকশার জার্সি পরে খেলছে চেন্নাই সুপার কিংস, লক্ষ্যনীয় কোনো পরিবর্তন আসেনি আদৌ। তবে চলতি মৌসুমে দলটির জার্সিতে আসছে বিশেষ পরিবর্তন। দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়েছে, এর পেছনে কাজ করেছে তাদের এক বিশেষ উদ্দেশ্য।

আসছে আইপিএলে যে জার্সি পরে খেলবেন ধোনিরা, তার কাঁধের কাছে যোগ হয়েছে ক্যামোফ্লাজ নকশা। চিরায়ত জার্সির নকশা থেকে এবার সরে আসার কারণ কী। চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতীয় সশস্ত্রবাহিনীকে শ্রদ্ধা জানাতেই এ সিদ্ধান্ত নিয়েছে দলটি। এক বিবৃতিতে বলা হয়, ‘ভারতীয় সশস্ত্রবাহিনীকে শ্রদ্ধা জানাতে এবারের জার্সিতে ক্যামোফ্লাজ নকশা আনা হয়েছে।’

দলটির প্রধান নির্বাহী কাশী বিশ্বনাথন বলেন, ‘আমরা অনেক আগে থেকেই এটা ভেবেছিলাম৷ সশস্ত্রবাহিনীর আত্মত্যাগের কথা সাধারণের মনে জাগ্রত করার জন্য এটা দারুণ একটা উপায় বলে মনে হয়েছে৷ ক্যামোফ্লাজের মাধ্যমে আমরা আমাদের সত্যিকারের বীরদের শ্রদ্ধা জানাতে চাই৷’

দলটির অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি নিজেও ভারতীয় টেরিটোরিয়াল আর্মির সম্মানিক লেফেটেন্যান্ট কর্নেল৷ দলের এ ব্যতিক্রমী ভাবনার পেছনে এরও প্রভাব থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নতুন জার্সিতে পরিবর্তন এখানেই শেষ নয়। আসছে আইপিএলে যে জার্সি পরে খেলবে চেন্নাই, তার লোগোর ওপরে থাকবে তিনটি তারকা। দলটির তিনবারের আইপিএল জয়কে নির্দেশ করছে এটি। 

তিনবারের শিরোপাজয়ী চেন্নাই সুপার কিংস আইপিএল পুনরুদ্ধারের অভিযান শুরু করবে গতবারের রানার্স দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে৷ আগামী ১০ এপ্রিল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি৷

এদিকে আইপিএলকে সামনে রেখে চলতি মাসের শুরুতেই চেন্নাইয়ে অনুশীলনে নেমে গেছেন ধোনিরা। চিপকে কন্ডিশনিং ক্যাম্পের পর মুম্বইয়ে বায়ো-বাবলে থেকে প্র্যাকটিস করবে চেন্নাই৷

এনইউ/এটি