ইতালীয় ফুটবলে মুসোলিনি
রোমানো মুসোলিনি/ফাইল ছবি
রোমানো ফ্লোরিয়ানি মুসোলিনি। নামটা পরিচিত ঠেকছে? নামটা শুনে ভাবতে পারেন, সাবেক ইতালীয় শাসক বেনিতো মুসোলিনির সঙ্গে সম্পর্ক নেই তো! যদি ভেবে থাকেন তাহলে ঠিকই ভেবেছেন। বেনিতো মুসোলিনির প্রপৌত্র ১৮ বছর বয়সী রোমানো এবার পা রেখেছেন ইতালীয় ফুটবলে। ক্যারিয়ারের প্রথম পেশাদার চুক্তি সই করেছেন সিরি’আর দল ল্যাজিওর সঙ্গে।
গত মাসে ইতালীয় ক্লাবটির অনূর্ধ্ব ১৯ দলে ডাক পেয়েছিলেন তিনি। এরপর ক্লাবটির বয়সভিত্তিক দলে শেষ পাঁচ ম্যাচের চারটিতেই খেলেছেন তিনি। এবার পেয়ে গেছেন ক্যারিয়ারের প্রথম পেশাদার চুক্তিও।
বিজ্ঞাপন
সম্প্রতি ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেই এ কথা জানিয়েছেন রোমানো। তিনি নিজের চুক্তির খবর জানিয়ে লেখেন, ‘যেখান থেকে শুরু করেছিলাম তার কথা ভাবছি। আমি খুবই খুশি আজ। ল্যাজিওর সঙ্গে আমার প্রথম পেশাদার চুক্তিটা সই করেছি। এই জার্সি গায়ে আমি আরও তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছি।’
তবে মজার ব্যাপার হচ্ছে পরদাদার জন্য পরিচিতি পাওয়া ‘মুসোলিনি’ খেতাবটা তিনি লুকিয়ে ফেলেছেন সেখান থেকে। স্থানীয় একটা পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে এর কারণটাও জানিয়েছেন তিনি। বলেছেন, ‘আমি ল্যাজিওতে এসেছি, এখানে আমাকে বিচার করা হয়েছে আমার নৈপুণ্য দিয়ে। আমার উপনাম মুসোলিনি বলে নয়।’
বিজ্ঞাপন
বাবা আলেসান্দ্রা তার ছেলে রোমানোর নাম রেখেছিলেন নিজ বাবা রোমানোর নামে। বিখ্যাত ইতালিয়ান পিয়ানিস্ট ছিলেন সাবেক ইতালীয় শাসক মুসোলিনির ছোট ছেলে। রাজনীতি হোক কিংবা সৃষ্টিশীল কাজ, বিখ্যাত হয়েছিলেন ফুটবলার রোমানোর আগের তিন পুরুষই। এবার পালা ল্যাজিওর সঙ্গে সদ্য চুক্তিবদ্ধ রোমানোর।
এনইউ