চোটে রশিদ, বাংলাদেশ সফরে খেলবেন?
ছবি: সংগৃহীত
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ থেকে ছিটকে গেলেন রশিদ খান। পিঠের নিচের দিকের চোটে ভুগছেন এই লেগ স্পিনার। বর্তমানে মেডিকেল টিমের পর্যবেক্ষণে আছেন এই আফগান তারকা।
আগামী ২ জুন থেকে শুরু হবে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচের পর দুই দিনের বিরতি দিয়ে ৫ জুন মাঠে গড়াবে দ্বিতীয় ওয়ানডে। এই দুই ম্যাচ থেকে রশিদ ছিটকে গেলেও শেষ ম্যাচে ফিরতে পারেন। তবে তার ফেরার ব্যাপারে এখনও নিশ্চিত হতে পারেনি টিম ম্যানেজমেন্ট।
লঙ্কানদের বিপক্ষে সিরিজ শেষে চলতি মাসেই বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে আফগানদের। তাই বাংলাদেশ সফরেও রশিদের খেলা নিয়ে শঙ্কা তৈরী হয়েছে। যদি লঙ্কানদের বিপক্ষে শেষ ওয়ানডে খেলতে না পারেন, তাহলে বাংলাদেশ সফর থেকেও তার ছিটকে যাওয়ার শঙ্কা থাকবে।
এদিকে সদ্য সমাপ্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পুরো আসরেই খেলেছেন রশিদ। যেখানে গুজরাট টাইটান্সের হয়ে ২৭ উইকেট নিয়ে আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন তিনি। লঙ্কানদের বিপক্ষে প্রথম দুই ম্যাচে এই ইনফর্ম রশিদের অনুপস্থিতি নিশ্চিতভাবেই ভোগাবে আফগানদের।
এইচজেএস