বাংলাদেশ যুব দলের নির্বাচকের দায়িত্ব পালন করছেন অনেকদিন ধরেই। ভালোভাবেই নির্বাচকের দায়িত্ব পালনের পাশাপাশি এবার আরও একটি নতুন দায়িত্বে যুক্ত হচ্ছেন সাবেক ক্রিকেটার হান্নান সরকার। সম্প্রতি বাংলাদেশ হাই-পারফরম্যান্স ইউনিটের (এইচপি) ব্যাটিংয়ের দায়িত্ব পেয়েছেন হান্নান। রাজশাহীতে আজ (৩ জুন) থেকে এইচপির অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে।

প্রধান কোচ ডেভিড হেম্পের অধীনে শুরু হয়েছে এই অনুশীলন। প্রথমদিনই দলের সঙ্গে যুক্ত হয়েছেন হান্নান। ঢাকা পোস্টকে বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন। জানিয়েছেন ভবিষ্যতের কথা, পরবর্তীতে যুক্ত হতে চান পূর্ণাঙ্গ কোচিং পেশায়। ফলে সেই প্রক্রিয়া এখন থেকে শুরু করেছেন সাবেক এই ক্রিকেটার।

আরও পড়ুন >> চমক রেখে ২৫ সদস্যের এইচপি দল

হান্নান বলছেন, ‘আপাতত কাজ শুরু করেছি, সামনে তো অনূর্ধ্ব-১৯ দলের দক্ষিণ আফ্রিকা সিরিজ রয়েছে। এরপর সেখানে যাবো। কাজ করব কিছুদিন, মূলত এই বছরটা এইচপিতে থাকার প্ল্যান আছে। পরে আবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ রয়েছে সামনে। তাদের পাশাপাশি এইচপি ইউনিটটা একসঙ্গে মিলিয়ে করব, যদিও দুটার সময় মিলে আরকি। খেলার আগে ক্যাম্প হলে থাকব। ভবিষ্যতে কোচিংয়ে শিফট হব, সে কারণে এখন থেকেই কাজ শুরু করা আরকি।’

এর আগে এইচপির জন্য মনোবিদ ডেভিড স্কটকে এবং হেম্পকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়। তারও আগে ঘোষণা করা হয় ২৫ সদস্যের এইচপি স্কোয়াড। প্রথমবারের মতো ডাক পেয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দারুণ পারফর্ম করা বেশ কয়েকজন ক্রিকেটার। এর মধ্যে রয়েছেন টিপু সুলতান, নাঈম আহমেদ, আসাদুল্লাহ আল গালিবের মতো ক্রিকেটাররা। এছাড়া ফার্স্ট ডিভিশনে নজর কাড়া পারফর্ম করা আরিদুল ইসলাম আকাশও রয়েছেন এই ক্যাস্পের দলে।

এসএইচ/এএইচএস