ফাইল ছবি

আগামী ১৪ই জুন থেকে মাঠে গড়াবে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট। সেই টেস্ট ম্যাচকে সামনে রেখে চলছে অনুশীলন ক্যাম্প। এই সিরিজে শক্তিমত্তা আর ঘরের মাঠ সবদিক বিবেচনায় আফগানিস্তানের চেয়ে কিছুটা হলেও এগিয়ে বাংলাদেশ। তবে আফগানদের মোটেও ছোট করে দেখছেন না বিসিবি পরিচালক আকরাম খান।

তিনি বলেন, 'আফগানিস্তানকে কোনোভাবে ছোট করে দেখার নেই। ওদের কোয়ালিটি ক্রিকেটার, বোলার অনেক আছে। ব্যাটসম্যান যারা আছে ওদের ধারাবাহিকতা অনেক ভালো। ওদের যদি সহজভাবে নেন বা মনে করেন যে আয়ারল্যান্ডের মতো (খর্ব) শক্তি তাহলে এটা আমাদের জন্য নেতিবাচক হবে। ওরা কিন্তু শক্তিশালি একটা দল এবং শ্রীলঙ্কাকে ওদের মাটিতে হারানো বড় একটা ব্যাপার।'

নিজেদের মাটিতে বাংলাদেশের অভিজ্ঞতার কথা জানিয়ে আকরাম বলেন, 'আমরা যেভাবে খেললাম আয়ারল্যান্ডের বিপক্ষে দেশে ও বাইরে আমরা যদি ওইভাবে প্রোপার ক্রিকেট খেলতে পারি, ইনশাআল্লাহ্‌ আমরা ভালো করব। কারণ আমাদের হোম এডভান্টেজ আছে। এই মাঠে আমাদের অভিজ্ঞতা বেশি। তো সুযোগটা নিতে পারলে আমরা ভালো করব।'

আসন্ন একমাত্র টেস্টের উইকেট প্রসঙ্গে আকরামের ভাষ্য, 'উইকেট তো আসলে টিম ম্যানেজম্যান্টের ব্যাপার। নরমালি যে ধরনের উইকেট থাকে সে ধরনের উইকেটই আমরা দিয়ে থাকি। তো আমাদের উইকেটে কিন্তু আমাদের ক্রিকেটারদের ভালো খেলার কথা যেহেতু আমাদের ক্রিকেটাররাই বেশি খেলেছে এখানে। সে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে।'

এদিকে আফগান দলে রয়েছে রশিদ খানের মতো তারকা স্পিনার। তবে তাকে নিয়ে ভাবতে নারাজ আকরাম। কেননা টেস্ট এবং ওয়ানডেতে খুব একটা কার্যকরী নন রশিদ বলে মনে করেন এই বিসিবি পরিচালক, 'আর রশিদ খান অবশ্যই ভালো বোলার এবং সে কিন্তু টি-টোয়েন্টিতে ভালো করে। ওয়ানডে ও টেস্টে কিন্তু ওরকম আহামরি পারফরম্যান্স নেই। টি-টোয়েন্টিতে প্রত্যেকটা বল রানের জন্য খেলতে হয়, সুযোগ নিতে হয়। তো আপনি যদি সতর্কতার সঙ্গে খেলেন, কষ্ট হবে না।'

এসএইচ/এইচজেএস