আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টকে সামনে গতকাল রোববার দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত সেই দলে নতুন মুখ হিসেবে ছিলেন দুই ক্রিকেটার। এর মধ্যে একজন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী ক্রিকেটার শাহাদাত হোসেন দিপু। প্রথমবারের মতো জাতীয় দলে ডাকা পেয়ে গণমাধ্যমের কাছে ব্যক্ত করলেন নিজের অনুভূতি।

আজ সোমবার মিরপুর শেরে-ই বাংলার মাঠে সাংবাদিকদের দিপু বলছিলেন, ‘খুশি তো লাগবে এটা স্বাভাবিক। সবারই স্বপ্ন থাকে জাতীয় দলে খেলার। আমারও একই। ডে বাই ডে আরও যেন উন্নতি করতে পারি, সেটাই চিন্তা করছি।’

বর্তমান সময়ে জাতীয় দলে টিকে থাকা সহজ ব্যাপার না সেটা মানেন দিপুও। যে কারণে দলে টিকে থাকতে দিপু জানালেন শক্ত হতে চান মানসিকভাবে, ‘আমি ডে বাই ডে নিজের স্কিলটা উন্নতি করার চেষ্টা করব। মানসিকভাবে আরও শক্ত হওয়ার চেষ্টা করব। এটাই আমার কাজ। যতই উন্নতি করব, আমার জন্য খেলাটা সহজ হবে।’

দিপুর আগে জাতীয় দলে খেলেছেন তার যুব দলের কয়েকজন সতীর্থ। অবশ্য এসব নিয়ে কখনোই ভাবেননি তিনি, ‘এসব ব্যাপার নিয়ে আমি কোনোদিন চিন্তা করিনি। চিন্তা করেছি, যখনই আমাকে ডাকবে খেলার জন্য প্রস্তুত থাকব।’

জাতীয় দলে ডাক পেয়ে আজই প্রথম অনুশীলন করেছেন দিপু। আর প্রথম দিনের অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলছিলেন, 'সবাই অভিনন্দন জানাচ্ছিল। এটা ভালো লাগছে যে, সবারই স্বপ্ন থাকে জাতীয় দলে খেলার। আমারও তা-ই ছিল। (কোচ) সবাই অভিনন্দন জানিয়েছে।'

এসএইচ/এফআই