নেই সেঞ্চুরি, অলআউট হয়েও রান পাহাড়ে ভারত
শিখর ধাওয়ান, ঋষভ পান্ত ও হার্দিক পান্ডিয়া-তিনজন করলেন ফিফটি। তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছোঁয়া হয়নি, দল হলো অলআউটও। তবুও তাতেই বেশ বড় সংগ্রহ পেল ভারত। চড়ল রীতিমতো রান পাহাড়ে। ইংল্যান্ডের সামনে তৃতীয় ওয়ানডেতে তারা লক্ষ্য দিয়েছে ৩৩০ রানের।
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় ভারত। উদ্বোধনী জুটিতে ১০৩ রান যোগ করেন শিখর ধাওয়ান ও রোহিত শর্মা। ৬ চারে ৩৭ বলে ৩৭ রান করে আদিল রশিদের বলে বোল্ট হয়ে রোহিত ফেরত গেলে এই জুটি ভাঙে।
বিজ্ঞাপন
এরপরই ঘটে ছন্দপতন। দলীয় সংগ্রহ ১২১ রান হওয়ার আগেই সাজঘরে ফেরত যান অধিনায়ক বিরাট কোহলি, শিখর ধাওয়ান ও লোকেশ রাহুল। ১০ চারে ৫৬ বলে ৬৭ রান করে আউট হন ধাওয়ান।
তার বিদায়ের পর দলের হাল ধরেন ঋষভ পান্ত ও হার্দিক পান্ডিয়া। ৫ চার ও ৪ ছক্কায় ৬২ বলে ৭৮ রান করে স্যাম কারানের বলে আউট হন পান্ত। ৫ চার ও ৪ ছক্কায় ৪৪ বলে ৬৪ রান করে আউট হয়ে যান হার্দিকও। এই দুইজনের বিদায়ের পর আবারও ছন্দপতন হয় ভারতীয় ইনিংসের।
বিজ্ঞাপন
৩৪ বলে ২৫ রান করে ক্রুনাল পান্ডিয়া ও ২১ বলে ৩০ রান করে শার্দুল ঠাকুর আউট হলে দ্রুতই অলআউট হয়ে যায় ভারত। ৭ ওভারে এক মেইডেনসহ ৩৪ রান দিয়ে তিন উইকেট পান মার্ক উড। ১০ ওভারে ৮১ রান দিয়ে দুই উইকেট নেন আদিল রশিদ।
এমএইচ/এটি