১৫ বছর পর দেশের বাইরে টুর্নামেন্টের ফাইনাল খেলবে বাংলাদেশ। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, স্বাধীনতার মাস সবকিছু এক বিন্দুতে মিলেছে। জামাল ভূঁইয়ারা আগামীকাল (সোমবার) কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ট্রফি উচিয়ে ধরতে পারলে অনেক বড় প্রাপ্তি যোগ হবে বাংলাদেশের ফুটবলে। 

ফাইনালের আগের দিন খেলোয়াড়দের নির্ভারই রেখেছেন কোচ জেমি ডে। অনুশীলনের চেয়ে রিকভারিকে বেশি গুরুত্ব দিয়েছেন এই ব্রিটিশ কোচ। আজ (মঙ্গলবার) বল নিয়ে মাঠে অনুশীলন নেই জামালদের। রিকভারির জন্য রয়েছে শুধু জিম ও পুল সেশন।কিরগিজস্তান ম্যাচের পরের দিনও এভাবেই কাটিয়েছিলেন জামালরা। গতকাল (রোববার) নেপালের বিরুদ্ধে ম্যাচ খেলেছে বাংলাদেশ। ৪৮ ঘণ্টার মধ্যে ফাইনাল হওয়ায় কোচ অনুশীলনের ঝুঁকি নেননি। 

আজ (রোববার) নেপালে হোলি উৎসব। সরকারি ছুটির দিনেও ফুটবল সংশ্লিষ্টদের ছুটি নেই। নেপাল ও বাংলাদেশের সাংবাদিকদের অনুরোধে বিকেলে দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল পূর্ববর্তী সংবাদ সম্মেলন। দুই দলের কোচের সঙ্গে অধিনায়ক আসার কথা রয়েছে।  

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন দেশের বাইরে গিয়ে খুব বেশি দিন থাকেন না। এবার নেপালে রয়েছেন এক সপ্তাহের বেশি। সালাউদ্দিনসহ বাফুফের অনেক কর্মকর্তার ফিরতি ফ্লাইট ২৯ মার্চ। আগামীকাল দেশে যাওয়ার ফ্লাইটটি দুপুরে। ম্যাচ বিকেলে হওয়ায় খানিকটা দোটানায় পড়েছেন তারা। টিকিট পরিবর্তন বা দল নিয়ে একেবারে চার্টার্ড বিমানে ফেরার ভাবনায় রয়েছেন তারা। যদিও বাংলাদেশ দলের ফিরতি ফ্লাইট ১ এপ্রিল। আজ বিকেল নাগাদ এই বিষয়ে সিদ্ধান্ত আসার কথা। 

দশরথে আজ বিকেল সাড়ে তিনটায় কিরগিজ অলিম্পিক দলের সঙ্গে নেপাল আর্মি দল এক প্রীতি ম্যাচ খেলবে। নেপাল আর্মি এএফসি কাপের প্লে অফ খেলবে। এপ্রিলে প্লে অফের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার জন্যই আজকের প্রীতি ম্যাচ। গতকাল রাতে কিরগিজস্তানের বিদায়ের পরেই এই ম্যাচ নিশ্চিত হয়েছে। 

এজেড/এমএইচ/এটি