বুমরাহকে ফেরাতে যে পরামর্শ দিলেন শাস্ত্রী
ছবি: সংগৃহীত
ইনজুরিতে গত সেপ্টেম্বর থেকে মাঠের বাইরে জাসপ্রিত বুমরাহ। টি-২০ বিশ্বকাপ মিস করেছেন, সর্বশেষ আইপিএল খেলতে পারেননি। তাকে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে দলে ডেকে পরে নাম কেটে দেওয়া হয়েছিল। কারণ বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) পঞ্চাশ ওভারের বিশ্বকাপে তাকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি।
ওই বিশ্বকাপ আসন্ন। বুমরাহও মাঠে ফেরার খুব কাছে। আগস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ আছে ভারতের। ওই সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরতে পারেন এই ডানহাতি পেসার। এছাড়া ৩ আগস্ট থেকে ১৩ আগস্ট পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ আছে মেন ইন ব্লুজদের। ওই সিরিজের দলও ঘোষণা করা হয়নি। বুমরাহকে ওই সিরিজেও ডাকা হতে পারে।
বিজ্ঞাপন
তবে বুমরাহকে নিয়ে ঝুঁকি নেয়ার পক্ষে নন শাস্ত্রী। কারণ ভারতের বোলিং লাইন আপের মূল অস্ত্র এই পেসার। তাকে ঘিরেই দল মূল পরিকল্পনা সাজায়। তবে পুরোপুরি ফিট না হলে তাকে ম্যাচ খেলালে সেটা উল্টো দলের জন্যই বিপদ ডেকে নিয়ে আসবে।
শাস্ত্রী বলেন, 'মূল ভাবনা হলো, তাকে পুরো ফিট পেতে হবে। সে বিশ্বমানের এক অস্ত্র, কিন্তু শতভাগ ফিট হয়ে উঠতে হবে তাকে। এতটাই গুরুত্বপূর্ণ ক্রিকেটার সে, বিশ্বকাপের জন্য তাকে তাড়াহুড়ো করে নামিয়ে দেওয়া যাবে না। সেরকম কিছু করতে গিয়ে তাকে আবার চার মাসের জন্য হারাতে হতে পারে। অনেকটা শাহিন আফ্রিদি মতোই। পাকিস্তান তাকে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলিয়েছে তাড়াহুড়ো করে। সে পরে চার মাসের জন্য ছিটকে গেছে।'
বিজ্ঞাপন
এইচজেএস