আগের দিন সেঞ্চুরির অপেক্ষায় ছিলেন। সেটা পূরণ করলেন দ্বিতীয় দিনে এসে। তবে সেটা ছাপিয়েও বড় হয়ে উঠল কেইন উইলিয়ামসনের মনোমুগ্ধকর ব্যাটিং। সবুজ উইকেটে যেন ছবি এঁকেছিলেন তিনি। 

উইলিয়ামসনের সেঞ্চুরির কল্যাণে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪৩১ রানের বড় সংগ্রহ পেয়েছে নিউজিল্যান্ড। দ্বিতীয় দিন শেষে তারা এগিয়ে আছে ৪০১ রানে। ৩ উইকেটে ২২২ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিল স্বাগতিকরা।

অধিনায়কের সঙ্গে অপরাজিত থাকা হেনরি নিকলস ৫৬ রান করে সাজঘরে ফেরেন মোহাম্মদ নাসিমের বলে। সেঞ্চুরিকে খুব বেশি বড় করতে পারেননি উইলিয়ামসনও। ১২ চার ও ১ ছক্কায় ২৯৭ বলে ১২৯ রান করে আউট হন তিনি। 

এরপর শেষদিকের ব্যাটসম্যানদের নিয়ে লড়াই চালান বিজে ওয়েটলিং। ৮ চারে তার ৭৩ রানের ইনিংসে চারশ ছাড়ায় কিউইরা। শেষ পর্যন্ত তারা অলআউট হয় ৪৩১ রানে। পাকিস্তানের পক্ষে শাহিন শাহ আফ্রিদি ৪টি ও ইয়াসির শাহ পান ৩ উইকেট। 

দ্বিতীয় দিনের শেষদিকে খেলতে নেমে ২০ ওভারের মধ্যেই এক উইকেট হারিয়েছে পাকিস্তান। আবিদ আলী ১৯ ও মোহাম্মদ আব্বাস অপরাজিত আছেন শূন্য রানে। 

এমএইচ