বাংলাদেশের কাছে একমাত্র টেস্ট ম্যাচে নাকানিচুবানি খাওয়ার পরে আফগানিস্তানের লক্ষ্য এখন ওয়ানডে সিরিজ। চট্টগ্রামের শহীদ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামীকাল (৫ জুলাই) থেকে দুই দলের সীমিত ওভারের সিরিজ শুরু হচ্ছে। তার আগে আজ (৪ জুলাই) সংবাদ সম্মেলনে এসে নিজেদেরই এগিয়ে রাখলেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদী।

এ সময় শহিদী বলেন, ‌‘আমরাও এখানে জয়ের জন্যই এসেছি। বাংলাদেশ ভাল করছে এটা ঠিক। কিন্তু আমরাও তো গত দুই বছর ধরে ভাল খেলছি। তো সেদিক থেকে দেখলে আমরা কোন অংশে কম নই। আমি মনে করি এই সিরিজ যথেষ্ট প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হবে। স্পিনের দিক থেকে যদি জিজ্ঞেস করা হয়, তাহলে এই উত্তর আমি আপনাদের দিতে বলব। আমার মন বলছে অবশ্যই আমরা এগিয়ে। কারণ বিশ্বের সব দলই জানে আমাদের স্পিনাররা ভাল। সেটা আমাদের পক্ষে কাজে দিবে। আমি অবশ্যই এ সিরিজে নিজেদের এগিয়ে রাখব।’

আরও পড়ুন >> শতভাগ ফিট নন, তবুও খেলবেন তামিম

টেস্ট ম্যাচে সেরা দল ছিল না আফগানদের, তবে ওয়ানডেতে দলের প্রধান ক্রিকেটাররা ফেরায় ভালো করার প্রত্যাশা অধিনায়ক শহিদীর, ‘গত সিরিজের চেয়ে এবারের দলটা বেশ ভাল মনে করছি। এবার আমরা কিছু নতুন পেসার নিয়ে এসেছি, দলে ৫ জন পেসার আছে। ওরা সবাই নিজেদের প্রমাণ করতে পারবে বলে মনে করছি। টেস্টে আমরা আড়াই বছর ধরে খেলার বাইরে ছিলাম। তাছাড়া আমাদের সেরা ক্রিকেটাররাও ছিল না। কিন্তু ওয়ানডেতে আমরা অভিজ্ঞদের পাচ্ছি, পাশাপাশি এই ফরম্যাটে আমরা নিয়মিত খেলি এবং উন্নতিও করছি। তাই অবশ্যই আশা করি ওয়ানডের লড়াইটা ভাল হবে।’

‘আমরা ব্যক্তি নিয়ে চিন্তা করছি না। আমরা দলের বিপক্ষে খেলবো। ফলে সাকিব-শান্তদের নিয়ে না ভেবে আমরা অবশ্যই দল নিয়ে ভাবছি। যেমনটা সব দলের বিপক্ষেই করে থাকি। এশিয়া কাপ ও বিশ্বকাপ; দুই জায়গাতেই আমরা প্রথম ম্যাচে মুখোমুখি হব। সে কারণে এই সিরিজে যারা জিতবে তারা ওই ম্যাচগুলোর জন্য এগিয়ে থাকবে। আমরাও সেটাই ভাবছি যেন বিশ্বকাপ বা এশিয়া কাপের জন্য এগিয়ে থাকতে পারি,’ যোগ করেন শহিদী।

এসএইচ/এএইচএস