সামনের ম্যাচেই ঘুরে দাঁড়াবে বাংলাদেশ : তাওহীদ হৃদয়
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে বৃষ্টি আইনে ১৭ রানের ব্যবধানে বাংলাদেশের পরাজয়। যদিও ব্যাটিংয়ে নেমে দিনের শুরুটা খুব একটা খারাপ ছিল না টাইগারদের। তবে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে বসলে স্কোরবোর্ডে বড় রান সংগ্রহ করতে ব্যর্থ হয় বাংলাদেশ দলের ব্যাটাররা। অবশ্য মিডল অর্ডার ব্যাটার তাওহীদ হৃদয়ের প্রত্যাশা ছিল একটা বড় জুটির, যেটা আর শেষ পর্যন্ত হয়ে উঠেনি।
গেল বছর এই চট্টগ্রামের মাটিতেই ৪৫ রানে ৬ উইকেট হারানোর পর আফিফ হোসেনকে নিয়ে মেহেদী হাসান মিরাজ ২১৫ রান তাড়া করে জিতেছিলেন। যে কারণে হৃদয় এবারও তেমন কিছুর অপেক্ষায় ছিলেন, ‘এর আগেও তো ওদের বোলিংয়ের বিপক্ষে খেলেছি। তখন কেউ না কেউ খেলে দিয়েছিল। শেষ সিরিজে যেমন মিরাজ ভাই এবং আফিফ খেলেছিল। আমাদের আজও মনে হচ্ছিল কেউ না কেউ খেলবে। লোয়ার অর্ডার থেকে একটা ভালো জুটি হবে। তবে সেটা আজ হয়নি।’
বিজ্ঞাপন
হৃদয়ের বিশ্বাস বাংলাদেশ দল এই অবস্থা থেকে সামনের ম্যাচেই ফিরে আসবে, ‘এখানে সবাই পরিণত। জাতীয় দলে অনেকেই অনেক দিন ধরে সার্ভিস দিচ্ছে। সবাই অনেক অভিজ্ঞ। সবাই ব্যক্তিগতভাবে এখান থেকে বেরিয়ে আসবে। আমরা ড্রেসিংরুমে কথা বলি, সবাই সবাইকে সমর্থন দিই। আমাদের বিশ্বাস, এই জায়গা থেকে ফিরে আসব।’
এদিকে আফগান স্পিন বোলারদের নিয়ে নিজের অভিজ্ঞতা বলতে গিয়ে হৃদয় বলেন, ‘রশিদকে আজকেই প্রথম খেলেছি। মুজিবের সঙ্গে অনূর্ধ্ব-১৯ থেকে খেলছি। বিপিএলে একই দলে ছিলাম। নবী ভাইকে বিপিএলে খেলেছি। তারা বিশ্বের সেরা বোলিং দল। ওদের বিপক্ষে যদি ভালো করা যায়, তাহলে অন্য স্পিনারদের খেলা অনেক সহজ হবে। সাকিব ভাইয়ের সঙ্গেও এ নিয়ে কথা হচ্ছিল।’
বিজ্ঞাপন
এসএইচ/এমজেইউ