আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন তামিম ইকবাল। টাইগার অধিনায়কের ক্রিকেট থেকে সরে যাওয়াটা চমকের মতোই মনে করছেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদী। দ্বিতীয় ওয়ানডের আগে আজ (৭ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিনি গণমাধ্যমের মুখোমুখি হন।

সেখানে তামিমের প্রসঙ্গ ওঠার পর তার অনুপস্থিতিতে বাড়তি সুবিধা পাওয়ার কথা জানিয়েছেন শহিদী, ‘সে অবশ্যই বাংলাদেশের বড় খেলোয়াড় ছিলেন। অভিজ্ঞ অধিনায়ক এবং অনেকদিন ধরে খেলছিলেন তিনি। তার অনুপস্থিতি আমাদের জন্য বাড়তি সুবিধা। আমরা কালকের ম্যাচের দিকে তাকিয়ে এবং সেখানে নজর দিচ্ছি। আপনি বলতে পারেন সিরিজের মাঝে চলে যাওয়া সবার কাছেই চমকের মত ছিল। সে ভালো ও দয়ালু মানুষ। আমি তাকে অনেক সম্মান করি।’  

গত বুধবার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টি আইনে বাংলাদেশকে ১৭ রানে হারিয়েছিল আফগানিস্তান। এর মাধ্যমে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছেন রশিদ খানরা। তবে এই মুহূর্তে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ জিতে আফগানিস্তানের লক্ষ্য সিরিজ জয়। 

আগামীকাল (৮ জুলাই) দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিতে চান শহিদী, ‘আমরা ভালো অবস্থায় আছি। কালকের ম্যাচ জিতলে সিরিজ ২-০ হবে। আমরা সেদিকেই তাকিয়ে আছি।’

এসএইচ/এএইচএস