চোটে ফারুকি, খেলবেন শেষ ওয়ানডেতে?
ফাইল ছবি
আফগানিস্তানের পেস বিভাগের সবচেয়ে বড় অস্ত্র ফজল হক ফারুকী। চলমান বাংলাদেশ সফরেও বল হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। তবে সিরিজের মাঝপথে হঠাৎই চোটে পড়েছেন তিনি। তবে সিরিজের শেষ ওয়ানডেতে তাকে দলে পাওয়া নিয়ে আশাবাদী আফগানিস্তান।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) এক কর্মকর্তার বরাত দিয়ে ক্রিকেটভিত্তিক অনলাইনপোর্টাল ক্রিকবাজ জানিয়েছে, পায়ের চোটের কারণে ফারুকিকে আজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার এমআরআই করা হয়েছে।
বিজ্ঞাপন
এসিবির সেই কর্মকর্তা বলেন, 'সে আগে থেকেই কিছুটা অস্বস্তি বোধ করছি এবং কিছু সমস্যাও হচ্ছিলো তাই আজকে তাকে আমরা হাসপাতালে পাঠিয়েছি।' তবে আগামীকালের ম্যাচে এই পেসারের খেলার সম্ভাবনাই বেশি বলেও জানিয়েছেন তিনি।
এর আগে সিরিজের প্রথম ম্যাচে ফারুকি তার কোটার দশ ওভার পূরণ করার আগেই মাঠ ছাড়েন। সেই ম্যাচে ৯ ওভার বোলিং করলে ১৪ রানে নেন ৩ উইকেট। এরপর দ্বিতীয় ওয়ানডেতে পুরো দমেই বোলিং করেছেন। ছিলেন ম্যাচ জয়ের অন্যতম নায়কও। এদিন ২২ রানের বিনিময়ে শিকার করেন ৩ উইকেট।
বিজ্ঞাপন
এসএইচ/এইচজেএস