যুক্তরাষ্ট্রে খেলতে যাচ্ছেন আকরাম-হান্নানরা
বাংলাদেশের বিশেষ দিবসগুলোতে সাবেক ক্রিকেটারদের মাঠে খেলতে দেখা যায়। যেমন, বিজয় দিবস, স্বাধীনতা দিবস হিসেবে আয়োজিত ম্যাচগুলোতে বা লিজেন্ডস লিগেও। তবে এবার জাতীয় দলের সাবেক বা বর্তমান ক্রিকেটারদের নিয়ে যুক্তরাষ্ট্রে ফ্রেন্ডশিপ ম্যাচ খেলতে যাচ্ছেন আকরাম খান-হান্নান সরকাররা।
১৯৮৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত জাতীয় দলে খেলা এসব ক্রিকেটাররা রয়েছেন স্কোয়াডে। এসব ক্রিকেটারদের নিয়ে গঠিত স্কোয়াডের নাম দেওয়া হয়েছে বাংলাদেশ টাইগার্স। আকরাম খান ছাড়াও এই দলে থাকবেন আতহার আলী খান, মিনহাজুল আবেদীন নান্নু, জাভেদ ওমর বেলিমরা। আছেন বর্তমান ক্রিকেটার ফরহাদ রেজা, নাজমুল ইসলাম অপুরাও।
বিজ্ঞাপন
তবে এই স্কোয়াডে নেই খালেদ মাহমুদ সুজন, খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ আশরাফুল, হাবিবুল বাশার সুমন, আব্দুর রাজ্জাকের মতো তারকা ক্রিকেটাররা।
আগামী ১৭ ও ১৯ জুলাই নিউইয়র্কে বাংলাদেশ টাইগার্স ও আটালান্টা ফায়ারের খেলা মাঠে গড়াবে। ১৭ জুলাই বাংলাদেশ সময় সকাল ১১টায় বেইসলি পন্ড পার্ক ক্রিকেট পিচে অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচ। এরপর দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে পরমবীর ক্রিকেট মাঠে বাংলাদেশ সময় ১৯ জুলাই রাত দুইটায়।
বিজ্ঞাপন
দলের কিছু ক্রিকেটাররা আগামীকাল বৃহস্পতিবার দেশ ছাড়বেন তবে হান্নান সরকার এবং আতহার আলি খান দলের সঙ্গে যোগ দিবেন ১৮ জুলাই। যে কারণে প্রথম ম্যাচের একাদশে দেখা যাবে না এই দুই ক্রিকেটারকে। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন অনুর্ধ্ব ১৯ দলেন নির্বাচক হান্নান সরকার।
বাংলাদেশ টাইগার্স স্কোয়াড: আতাহার আলী খান, মিনহাজুল আবেদীন নান্নু, ফারুক আহমেদ, আকরাম খান, এনামুল হক মনি, জাভেদ ওমর বেলিম, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, সানোয়ার হোসেন, শরীফুল হক প্লাবন, হান্নান সরকার, তাপস বৈশ্য, ফরহাদ রেজা, নাজমুল ইসলাম অপু, তানভীর আহমেদ টিটু, ইমরান হামিদ পার্থ, দাইয়ান বেলিম।
এসএইচ/জেএ