এনসিএলে রাজশাহীর জয়, শুভাগত-নাসিরদের দাপট
জয়ের পর রাজশাহী বিভাগ
জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনেই ম্যাচ জিতে নিয়েছে রাজশাহী বিভাগ। বরিশাল বিভাগকে ইনিংস ও ৯ রানের ব্যবধানে হারিয়েছে তারা। মঙ্গলবার ব্যাট-বলে ঝলক দেখিয়েছেন ঢাকা বিভাগের অলরাউন্ডার শুভাগত হোম চৌধুরী। বল হাতে ৪ উইকেট নেওয়ার পর ব্যাট করতে নেমে ৮৯ রানে অপরাজিত আছেন তিনি। দ্বিতীয় দিন সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ৯৭ রানে আউট হয়েছেন রংপুরের ব্যাটসম্যান আরিফুল হক। ব্যাট হাতে ধারাবাহিক নাসির হোসেন খেলেছেন ৬৬ রানের ইনিংস।
চার দিনের ম্যাচ মাত্র দুই দিনেই শেষ করে দিয়েছে রাজশাহী বিভাগ। নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৮২ রানে গুটিয়ে যায় বরিশাল। পরে ব্যাট করতে নেমে খুব বেশি সুবিধা করতে পারেনি রাজশাহী। প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ১৫১ রানের। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আরও শোচনীয় অবস্থা বরিশাল বিভাগের। তাইজুল ইসলাম, সানজামুল ইসলামদের বোলিং তোপে মাত্র ৬০ রানে আলআউট হয়ে যায় তারা। ফলে ইনিংস ও ৯ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে রাজশাহী বিভাগ।
বিজ্ঞাপন
সিলেট বিভাগের বিপক্ষে বল হাতে ৪ উইকেট তুলে নেন শুভাগত। তবে আগের দিনে জাকির হাসানের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩৭০ রানের বড় সংগ্রহ পায় সিলেট। এরপর ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ২৩৯ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করে ঢাকা বিভাগ। বোলিংয়ে আলো ছড়ানোর পর ব্যাট হাতে ৮৯ রানে অপরাজিত আছেন শুভাগত।
এনসিএলের প্রথম রাউন্ডে ব্যাট-বলে দাপট দেখিয়েছেন নাসির। দ্বিতীয় রাউন্ডেও ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন তিনি। এ ম্যাচে এখনো বল হাতে না নিলেও ব্যাট করতে নেমে ফিফটি তুলে নিয়েছেন আলোচিত এ ক্রিকেটার। পরে ৬৬ রান করে আউট হন তিনি।
বিজ্ঞাপন
টিআইএস