বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ব্রিটিশ হেড কোচ জেমি ডে ছুটি কাটান বেশি। এ অভিযোগ পুরনো। ডিসেম্বরে কাতারে বিশ্বকাপ বাছাই ম্যাচ শেষ করে কাতার থেকেই লন্ডন যাওয়ায় বাফুফে কর্মকর্তারা খানিকটা মনঃক্ষুণ্ণ হয়েছিলেন। এবার নেপাল থেকে সরাসরি লন্ডন না গিয়ে ঢাকা ঘুরে যাবেন তিনি।

নেপালে ত্রিদেশীয় টুর্নামেন্ট শেষ হওয়ার পরের দিন কোচ জেমি ডে'কে বেশ চিন্তিত দেখাল। দল চ্যাম্পিয়ন না হতে পারার চেয়ে নিজ দেশ ইংল্যান্ড ফেরা নিয়ে উদ্বিগ্ন তিনি। বাংলাদেশ সরকার নিয়ম জারি করেছে, দেশের বাইরে থাকে আসা যাত্রীদের ১৪ দিন কোয়ারেনান্টাইন করতে হবে। অন্য দিকে ৪ এপ্রিল ঢাকা থেকে লন্ডন যাওয়ার টিকিট কাটা জেমির। বাংলাদেশ সরকারের নতুন নিয়ম কোচের কপালে চিন্তার ভাজ ফেলেছে।  

লন্ডনে করোনা পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। লন্ডন গেলে কবে নাগাদ ফিরবেন তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। আবার বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের দ্বিতীয় লেগ শুরু হবে। জুনে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ দল। লন্ডন গেলে লিগ ম্যাচ মিস করবেন। 

এ প্রসঙ্গে জেমি বলেন, ‘আবাহনীর এএফসি কাপের ম্যাচ রয়েছে ১৪ এপ্রিল। এর আগে লিগ শুরু হবে না। কিছু ম্যাচ মিস হতে পারে।’ 

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন আজ মঙ্গলবার ঢাকায় পৌঁছেছেন। বাংলাদেশ দল ফিরবে ১ এপ্রিল। দল ফেরার পর কোচের সঙ্গে কাজী সালাউদ্দিন ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদের টুর্নামেন্ট নিয়ে পর্যালোচনা সভা হওয়ার কথা রয়েছে। 

এজেড/টিআইএস