নানা নাটকের পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে ভারতে গিয়েছেন সাকিব আল হাসান। আগামী ৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে এই টুর্নামেন্টের এবারের আসর। যেখানে কলকাতা নাইট রাইডার্সের হয়ে অংশ নেবেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। 

তার আগে ভারতের বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে আইপিএলে তার দলের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন সাকিব। জানিয়েছেন নিজের লক্ষ্যের কথাও। গত বছর ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করে নিষিদ্ধ হওয়ায় আইপিএল খেলা হয়নি সাকিবের। তবে নিজের ভালো করার জন্য একটা ম্যাচই যথেষ্ট বলে মনে করেন দেশসেরা এই ক্রিকেটার। 

তিনি বলেন, ‘সত্যি বলতে আমি যেকোনো বিষয়ে খোলামেলা। আমি আত্মবিশ্বাসী সবকিছু ঠিকভাবে চলতে আমার কেবল একটা ভালো ম্যাচ দরকার। যদি আমি শুরুটা ভালো করতে পারি, আমার মনে হয় আমি দলের জন্য ভালো কিছু করতে পারবো।’

চলতি বছরের আইপিএলের নিলাম থেকে ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। যদিও একাদশে সুযোগ পেতে বেশ লড়াই করতে হবে তাকে। কলকাতার স্কোয়াডে আছেন আন্দ্রে রাসেল, ইয়ন মরগান, সুনীল নারাইন ও প্যাট কামিন্সের মতো তারকারা। 

তবে সুযোগ না পাওয়াতেও কোনো সমস্যা দেখেন না সাকিব। তিনি মনে করেন, সুযোগ না পেলেও কঠোর অনুশীলন চালিয়ে যেতে হবে। যাতে যখনই দলের প্রয়োজনে সুযোগ আসে, সেটাকে ভালোভাবে কাজে লাগানো যায়। 

তিনি বলেন, ‘এখানে আট থেকে দশজন বিদেশি খেলোয়াড় আছে, মাত্র চারজন খেলতে পারবে। দল নির্বাচন নিয়ে কাউকে দোষ দিতে পারবেন না। আপনার ভাবনাটা পরিষ্কার রাখতে হবে। কঠোরভাবে অনুশীলন করে যেতে হবে। এবং এটা নিশ্চিত রাখতে হবে, যখনই সুযোগ আসবে, দুই হাতে সেটাকে কাজে লাগাতে হবে।’

এবারের আইপিএলে কলকাতার সম্ভাবনা নিয়ে সাকিব বলেন, ‘বাইরে থেকে দেখলে, এটা ভিন্নভাবে দেখা যায়। এই দলটা গেল দুই বছর ধরে গড়ে উঠছে। আমার মনে হয় এই বছরই কেকেআর তাদের দর্শকদের প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারবে। আমি এই ব্যাপারে আশাবাদী, আমরা এবার ফলটা পাবো।’

এমএইচ