শচীন টেন্ডুলকার/ফাইল ছবি

গত ২৭ মার্চ করোনা ধরা পড়ে শচীন টেন্ডুলকারের শরীরে। এরপর নিজ বাসাতেই ছিলেন তিনি। তবে চিকিৎসদের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছেন এ কিংবদন্তি ক্রিকেটার। বিষয়টি নিজেই জনিয়েছেন শচীন।

আজ শুক্রবার নিজের টুইটাই অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করে শচীন লিখেছেন, ‘আপনাদেরকে ধন্যবাদ শুভেচ্ছা ও প্রার্থনা করে আমার পাশে থাকার জন্য। চিকিৎসদের পরামর্শ অনুযায়ী বাড়তি সতর্কতার জন্য আমি হাসপাতালে ভর্তি হয়েছি। তবে আমি আশা করি কয়েকদিনের মধ্যেই আবার বাড়িতে ফিরতে পারব। প্রত্যেকে নিজের প্রতি যন্তবান হোন এবং সাবধানে থাকুন।’

পাশাপাশি ভারতের সবশেষ ওয়ানডে বিশ্বকাপ জয়ের ১০ বছর পূর্তি উপলক্ষ্যেও বার্তা দিয়েছেন তিনি। একই টুইটে শচীন লিখেছেন, ‘আমাদের বিশ্বকাপ জয়ের দশ বছর পূর্তিতে সমস্ত ভারতীয়দের এবং আমার সতীর্থদের শুভেচ্ছা জানাই।’

গত ২৭ মার্চ করোনা আক্রান্ত হওয়ার খবর শচীন নিজেই জানিয়েছিলেন। সে সমত তিনি বলেন, সবরকম সচেতনতা অবলম্বন করার পরেও দুর্ভাগ্যবশত করোনা পজিটিভ হওয়ার রিপোর্ট এসেছে। তবে পরিবারের বাকি সদস্যদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে। এরপর নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে ছিলেন তিনি। আজ শুক্রবার চিকিৎসকদের পরামর্শে সাবধানতা হিসাবে হাসপাতালে ভর্তি হয়েছেন শচীন।

টিআইএস/এনইউ